বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে পলিসি প্রপোজাল

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে সীমান্তে হত্যা শূণ্যে নামানোর জন্য ব্যবস্থা গ্রহণ করার। এ ব্যাপারে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

১. দিল্লি বরাবর পত্র প্রেরণ। সীমান্তে হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ যেন নেয় সেই দাবী সহকারে এবং সীমান্তে হত্যা যে দ্বিপাক্ষিক সম্পর্কে চির ধরাচ্ছে এবং ও ব্যাপার এতকাল যে ভারত পর্যাপ্ত ভূমিকা রাখেনি তা জানিয়ে পত্র প্রেরণ। একই পত্র দু’বার যাবে – ঢাকায় ভারতের রাষ্ট্রদূতকে তলব করে তাঁকে চিঠির বিষয়বস্তু বুঝিয়ে দিয়ে হাতে দেওয়া। আরেকবার যাবে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে।

২. ফেলানি হত্যাকান্ডে ভারতের অভ্যন্তরে কেইস করা হয়েছিল ভারতীয় মানবাধিকার কর্মীদের সহায়তায়। কেইসটা এখনও ঝুলছে। ফেলানি হত্যার পাশাপাশি আরও সব হত্যার ব্যাপারে ভারতে মামলা করতে হবে। ভারতের যে মানবাধিকার সংস্থাগুলো এ ব্যাপারে সাহায্য করবে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে।

৩. আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা পুরোপুরি বন্ধ করতে হবে। সীমান্তে ফরোয়ার্ড বেইসের সংখ্যা বাড়াতে হবে। সেই বেইসগুলোয় শক্তি বৃদ্ধি করতে হবে। সীমান্তে কোন প্রকার উস্কানি প্রতিরোধে ভারী অস্ত্রে সজ্জিত এবং দ্রুত ডেপ্লয়মেন্টের লক্ষ্যে ১৬ টি কুইক রিএকশন ব্যাটেলিয়ন বানাতে হবে।

৪. সীমান্তে এধরনের উস্কানি আসলে কিভাবে রেস্পন্ড করা হবে সে ব্যাপারে পরিষ্কার নির্দেশসহ ডকট্রিন দিতে হবে।

৫. সীমান্ত অঞ্চল পর্যবেক্ষণে রাডার সিস্টেম এবং প্রয়োজন অনুসারে হেলিকপ্টার টহলের সামর্থ্য থাকতে হবে।

৬. সীমান্তবর্তী প্রতিটি গ্রামে একজন করে গ্রামবাসীকে ফোকাল পয়েন্ট বানাতে হবে। তাঁদের মাধ্যমে সীমান্তের এপার-ওপার ইচ্ছেমতো যাওয়াআসার বিপদ নিয়ে সচেতনতা তৈরি করতে হবে।

৭. ভারতের সাথে যৌথ উদ্যোগে দ্বিপাক্ষিক সীমান্তবাজারের সংখ্যা ও পয়েন্ট যতটা সম্ভব বাড়াতে হবে।

৮. অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটলে সেক্ষেত্রে ননলিথাল ফোর্সের ব্যবহার, গ্রেপ্তার, শাস্তি, হ্যান্ডওভার প্রক্রিয়া নিয়ে পরিষ্কার চুক্তি থাকতে হবে বাংলাদেশ ও ভারতের মাঝে।

৯. সীমান্ত হত্যায় এতো বছর কতোজন মারা গেছেন, কারা মারা গেছেন, কিভাবে সেটা ঘটেছে সে ব্যাপারে রিপোর্ট পাবলিক করতে হবে এবং সিরিজ আকারে দুই দেশের মিডিয়াতে দিতে হবে।

 

✍️ আমের মোশতাক আহমেদ
নির্বাহী পরিচালক, ইয়ুথ পলিসি ফোরাম – ওয়াইপিএফ
📷 গেটি ইমেজ

Scroll to Top