Road to Reform ক্ষেত্র: ইকোনমিক আপগ্রেডিং

দীর্ঘদিনের অচলায়তনের পর ঐতিহাসিক এক গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ আমরা পেয়েছি। বাংলাদেশের প্রতিটা সেক্টরে পরিবর্তন আনার এটিই উপযুক্ত সময়। আপনারা কেমন পরিবর্তন চান তা জানার মাধ্যমে পরবর্তীতে একটি অ্যাডভোকেসি এজেন্ডায় পরিণত করা যাবে।

বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতি স্মরণকালের অন্যতম নাজুক অবস্থায় রয়েছে। এমনিতেই বাংলাদেশের অর্থনীতি বহুমাত্রিক নয়। তৈরি পোশাক শিল্প ও বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্সের উপর ভর করে খুব বেশিদূর যাওয়া আমাদের পক্ষে সম্ভবপর হবে না। ঐতিহাসিক রাজনৈতিক পট-পরিবর্তনের এই সময়টিই হতে পারে বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলার উপযুক্ত ক্ষণ।

অর্থনৈতিক আপগ্রেডিংকে লক্ষ্য ধরে যে পদক্ষেপগুলো নেয়া যেতে পারে:

 

ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিংকেজ:

উৎপাদনশীল ও দক্ষ তরুণ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট এবং ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তুলতে হবে। সরকারকেও গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

দক্ষতা উন্নয়ন:

জাতীয় জরিপের মাধ্যমে আমাদের তরুণদের কোন কোন ক্ষেত্রে দক্ষতার ঘাটতি রয়েছে সেগুলো খুঁজে বের করে, ঘাটতি নিরসনের উদ্যোগ নিতে হবে। এছাড়াও কর্মমুখী শিক্ষা জনপ্রিয় ও সহজলভ্য করতে সরকারি-বেসরকারি উভয় খাতকে একত্রে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নারী, প্রান্তিক নৃগোষ্ঠী সহ সকল স্তরের জনগণের অংশগ্রহণের পথ আরো সুগম করতে হবে।

নিয়ন্ত্রণ-ব্যবস্থা সংস্কার:

দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতি আরো স্থিতিশীল ও সহজবোধ্য করতে হবে। বিআইডিএ, বেপজা এর মত সংগঠনগুলোকে আরো শক্তিশালী ও স্বাধীন করতে হবে। সকল সেক্টরে, রেগুলেটরি কমিশন বসাতে হবে যারা পর্যবেক্ষণ করবে এবং সুষ্ঠ রিপোর্ট পেশ করবে, এই সকল রিপোর্ট জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সরকারকে উপযুক্ত কর সংস্কার করতে হবে, যাতে জিডিপি টু কর অনুপাত বৃদ্ধি পায়।

বৈদেশিক বিনিয়োগ:

বিআইডিএ ও বিদেশে বাংলাদেশি মিশন গুলোর মধ্যে সমন্বয় সাধন করে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে হবে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশে ব্যবসায়িক ক্ষেত্র সৃষ্টি এবং তরুণদের জন্য দক্ষতাভিত্তিক কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে। সরকারকে পূর্বের, বর্তমান এবং ভবিষ্যৎ বিনিয়োগগুলোর অবস্থা পর্যালোচনা ও ট্র্যাকিং করতে হবে যার ফলে ক্রমাগত বিনিয়োগ এবং ব্যবসার সুযোগ বজায় থাকবে।

✍️ আসিফ খান উল্লাস 

অ্যাসোসিয়েট, ওয়াইপিএফ কিউব টিম

 

 

Scroll to Top