Road to Reform ক্ষেত্র: শিক্ষা

এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে পুনরায় গড়ে তোলার সুযোগ পেয়েছি। বাংলাদেশের প্রতিটা সেক্টরে পরিবর্তন আনার সময় এসেছে। আপনারা কেমন পরিবর্তন চান যা পরবর্তীতে একটি অ্যাডভোকেসি এজেন্ডায় পরিণত করা যাবে।

একটি রাষ্ট্র গঠনে শিক্ষা ব্যবস্থার ভূমিকা সবচেয়ে বেশি। তবে গত কয়েক দশকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের প্রায় সকলেরই অভিযোগ রয়েছে। শিক্ষা বাজেট, কারিকুলাম, শিক্ষক নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিষয়ে পলিসি রিফর্ম এর সুযোগ রয়েছে।

YPF Education And Skills Policy Team এর associates গতবছর একটা স্ট্র্যাটেজি পেপার তৈরি করে যেখানে আমরা তিনটি পলিসি এরিয়া তে রিফর্ম নিয়ে কথা বলেছি।

১. শিক্ষা বাজেট:

বিগত ১০ বছরে বাংলাদেশের শিক্ষা বাজেট মোট জিডিপি এর ১.৬-২.০ শতাংশ এর মধ্যে উঠানামা করছে। অথচ ইউনেস্কো এর তথ্যমতে, দেশের শিক্ষা বাজেট ৪-৬ শতাংশ হওয়া উচিত। আবার, শিক্ষার বাজেট বৃদ্ধি করলেই চলবে না, সেটা প্রোপারলি ব্যবহার করা হচ্ছে কি না, well-equipped human resources আছে কি না সেটা নিয়েও কাজ করতে হবে।

২. শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ:

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষা বিষয়ক ডিগ্রি প্রয়োজন হয় অথচ বাংলাদেশে শিক্ষক হওয়ার যোগ্যতা হিসেবে B.Ed ডিগ্রি ম্যান্ডেটরি না। এইটা পরিবর্তন হওয়া জরুরি। সকল পর্যায়ে শিক্ষক নিয়োগ এর ক্ষেত্রে প্রার্থীদের বিএড ডিগ্রি থাকা আবশ্যক।

শিক্ষকদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনা জরুরি। এমন বেতন কাঠামো হওয়া উচিত যেন বিশ্ববিদ্যালয় পাশ করা শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে অন্যতম পছন্দ থাকে শিক্ষকতা পেশা।

৩. উচ্চশিক্ষা:

বিগত সরকারের আমলে বাংলাদেশে এক্সিস্টিং বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি বৃদ্ধি না করেই নতুন নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। অথচ বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের পরিবর্তন আবশ্যক। গবেষণার সুযোগ বৃদ্ধি, Industry – Academia Linkage সহ আরো অনেক কিছু।

✍️সাদ ইবনে ওয়ালিদ
লিড, ওয়াইপিএফ এডুকেশন এন্ড স্কিলস পলিসি টিম

Scroll to Top