Week 8 of 2022 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা:  ১৯তম ফেব্রুয়ারি – ২৫তম ফেব্রুয়ারি ২০২২         

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

সম্পাদনায়:  Adiba Tahsin, Mansib Khan, এবং Farhan Uddin Ahmed.

১. রাজনীতি 

রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করবে পশ্চিমারা: বরিস

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে এক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এবার আরও বড় আকারে নিষেধাজ্ঞা আরোপের কথা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করবে পশ্চিমা দেশগুলো।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা আরোপের সতর্কবার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়েছেন বরিস। তিনি বলেন, ‘ইউক্রেন যখন হামলা হচ্ছে, তখন আমরা মুখ ফিরিয়ে থাকব না, থাকতে পারি না।’

সূত্র: প্রথম আলো

তাইওয়ান বিতর্কের জন্য লিথুয়ানিয়া থেকে গরুর মাংস, দুগ্ধ ও বিয়ার আমদানি বন্ধ করে দিয়েছে চীন

কর্তৃপক্ষ বলছে লিথুয়ানিয়া থেকে গরুর মাংস, দুগ্ধজাত পণ্য এবং বিয়ার কেনা বন্ধ করে দিয়েছে চীন। এর মাধ্যমে তাইওয়ানের সাথে বাল্টিক রাজ্যের সম্পর্ক নিয়ে চীনের বিরোধ আরও গভীর হয়েছে।

সূত্রঃ BBC

২. অর্থনীতি ও ব্যবসা

সাত বছর পর তেলের দাম ১০০ ডলার ছাড়াল

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’-এর জেরে সাত বছর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম বেড়ে ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। একই কারণে বিশ্বব্যাপী শেয়ারের দর এবং সূচকের পতনও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ইউরোপে আগাম কেনাবেচায় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের (৪২ মার্কিন গ্যালন বা ১৫৯ ব্রিটিশ লিটার) দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩২ ডলারে উঠেছে। এটি ২০১৪ সালের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম।

সূত্র: প্রথম আলো

যুক্তরাজ্যে মজুরি বৃদ্ধি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পিছে

খাদ্য, জ্বালানি এবং গৃহস্থালী পণ্যের দাম বাড়ায় ডিসেম্বর মাসে যুক্তরাজ্যের মূল্যস্ফীতির হার ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ও এন এস) বলেছেে অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের মধ্যে প্রকৃত মজুরি এক বছরের আগের তুলনায় শূন্য দশমিক আট শতাংশ কমেছে।

সূত্রঃ BBC

৩. বিজ্ঞান ও প্রযুক্তি 

লবণ ও জেলাটিন দিয়ে সেলফ-হিলিং ম্যাটেরিয়াল বানালেন গবেষকরা

শেরো (SHERO) প্রোজেক্টের অংশ হিসেবে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের গবেষকরা কম খরচে লবণ ও জেলাটিন দিয়ে এমন সব ম্যাটেরিয়াল তৈরি করছেন, যারা সফট সেন্সরের সাহায্যে সহজেই টান, তাপমাত্রা ও আর্দ্রতা অনুভব করতে এবং রুম টেম্পারেচারে নিজেদের সারিয়ে তুলতে সক্ষম। নতুন এই উদ্ভাবন রোবটিকসে তো বটেই, সম্ভবত অন্য আরও বেশ কয়েকটি খাতেই নিয়ে আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন।

সূত্রঃ TBS

কল অফ ডিউটি গেমটির লঞ্চ পিছিয়েছে এক্টিভিশন

এক্টিভিশন, যাদেরকে মাইক্রোসফট কিনে নিচ্ছে, এই প্রথমবারের মতো তাঁদের বার্ষিক ব্লকবাস্টার গেম সিরিজ কল অফ ডিউটি ২০২৩ এ লঞ্চ করবেন। ২০০৩ সাল থেকে এই সিরিজ প্রতি বছরই টপ চার্টে শীর্ষে ছিল আর প্রায় ৪০০ মিলিয়ন ইউনিট সেল করেছে এই পর্যন্ত। ধারণা করা হচ্ছে তাঁদের এই ঘোষণাটির পিছনে রয়েছে গতবারের গেমটি ফ্যানদের প্রত্যাশা পূরণ করতে না পারাটা।

সূত্রঃ Bloomberg

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top