পেশা নির্বাচনে লিঙ্গ বৈষম্য
ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল ছাড়াও মানুষ অন্য অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু পরিবার ও সমাজের চাপ তাদের সেই স্বপ্নে একটা শর্ত জুড়ে দেয়। লিঙ্গের উপর ভিত্তি করে কার কী হওয়া উচিত তা তারা আরোপ করার চেষ্টা করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এমন লিঙ্গভিত্তিক ধ্যানধারণা খুব প্রবল। তাই ছেলেদের ফ্যাশন, রান্না– ইত্যাদি নিরুৎসাহিত করা হয়, বলা হয় ‘মেয়েলি’, বা ‘অমানানসই’। একইভাবে মেয়েদের বিজ্ঞান, খেলাধুলা বা প্রযুক্তি থেকে দূরে রাখা হয়।
অথচ আমরা চাইলেই এমন একটা সমাজব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে ব্যক্তি তার পছন্দমতো পেশা বেছে নিরে পারবে। যেখানে ব্যক্তির লিঙ্গ নয়, তার আগ্রহ ও দক্ষতাই প্রাধান্য পাবে আর সব কিছুর উপরে।
Reference:
UNICEF. (2024). Gender Equality | UNICEF South Asia.