নারীর অবৈতনিক যত্নমূলক কাজ
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং ইউএন উইমেন এর তথ্য অনুযায়ী, বিশ্বের মোট অবৈতনিক যত্নমূলক কাজের ৭৬% করেন নারী। বিশ্বব্যাপী এই অবৈতনিক গৃহকর্ম ও যত্নের কাজের আর্থিক মূল্য বছরে দাঁড়ায় প্রায় ১০.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক জিডিপির প্রায় ১৩%।
নারীর এই অমূল্য অবদান সাধারণের চোখে বেশিরভাগ ক্ষেত্রেই মূল্যহীন বলে মনে হয়। একটা সংসারে আমরা ধরেই নেই যে মা সব কাজ সামলাবেন একা হাতে। নারীর উপর গৃহস্থালির সকল দায়িত্ব বর্তায়, মেলে না কেবল দায়িত্ব পালনের জন্য শ্রদ্ধা ও সম্মান।
আসুন আমরা এই মনস্তত্ত্ব থেকে বের হয়ে আসি। সংসারের কাজে নারী পুরুষ পার্থক্য ভুলে অন্যের পরিশ্রম লাঘবে নিজেও হাতে হাত লাগিয়ে কাজ করি।
Reference:
International Labour Organization. (2024, October 29). Unpaid care work prevents 708 million women from participating in the labour market. International Labour Organization. https://www.ilo.org/resource/news/unpaid-care-work-prevents-708-million-women-participating-labour-market
Reference: https://youtu.be/n43e10PDGI4