ইশতেহার কি এবং কেনো প্রয়োজন?

ইশতেহার কি?

Manifesto শব্দটি মূলত উদ্ভুত হয়েছে ল্যাটিন শব্দ Manifestum (স্বচ্ছ) থেকে যা পরবর্তীতে ইতালীয় ভাষা ঘুরে ইংরেজিতে রূপান্তরিত হয়েছে। আর অন্যদিকে “Manifesto” এর বাংলা “ইশতেহার” শব্দটি এসেছে আরবি ভাষা থেকে।

ম্যানিফেস্টো বা ইশতেহার বলতে মূলত বুঝায় একটি নীতি-পত্র কে যা একটি রাজনৈতিক দলের নীতিগত অবস্থান প্রকাশ করে। বাংলাদেশসহ বিশ্বের বহুদেশের নির্বাচন-পূর্ব সময়ের একটি অব্বিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত এই ইশতেহার। নির্বাচনের পূর্বে বিভিন্ন বিষয়ে একটি রাজনৈতিক দল কি ভাবছে, কীভাবে বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে এবং উন্নয়নের পথে কীভাবে এগিয়ে যাবে তার রূপরেখা হচ্ছে একটি ইশতেহার। অধিকাংশ সময়ই এসব ইশতেহারে জনগনের আকাঙ্খা কে গুরুত্ব দেওয়া হয় ভোটারদের আকর্ষন করতে।

বিশ্বের বিভিন্ন দেশে ইশতেহার ভোটারদের আকর্ষন করতে সক্রিয় ভূমিকা পালন করে। আর তাই, কিছু দেশে ক্ষমতাসীন দলের ইশতেহার-ভিত্তিক কোন আইন পাসে সংসদীয় উচ্চকক্ষ বিরোধীতা করে না। যেমন, যুক্তরাজ্যের Salisbury Pact এর মাধ্যমে উপরোল্লিখিত চর্চাটি নিশ্চিত করা হয়।

Image Credit: Associated Press

ইশতেহার কেনো প্রয়োজন?

একটি ইশতেহার সাধারন ভোটারদের একটি রাজনৈতিক দলের লক্ষ্য ও বিভিন্ন বিষয়ে নীতিগত অবস্থান সম্পর্কে অবহিত করে। তাই, গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে ইশতেহার একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। তাছাড়া, ইশতেহার একটি লিখিত প্রতিশ্রুতি হিসেবে কাজ করে। যার দরুন একটি দলকে ক্ষমতায় আরোহনের পর ইশতেহারের ভিত্তিতে জবাবদিহিতার আওতায় আনা যায়। একটি দল ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি পূরনে বাধ্য নয়। তবে, একটি দলের নৈতিক দায় থাকে ইশতেহার বাস্তবায়নের।

Image Credit: Voice of America

ইশতেহার কীভাবে প্রস্তুত করা হয়? 

একটি ইশতেহার মূলত একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত করা হয়। ইশতেহার লেখা থেকে শুরু করে চূড়ান্তকরন প্রক্রিয়া পর্যন্ত বিভিন্ন অংশীজনকে তাদের মতামত প্রদানের সুযোগ দেওয়া হয়ে থাকে। তাদের মতামতের ভিত্তিতে এবং দলীয় নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্যতা রেখে ইশতেহার চূড়ান্ত করা হয়। তবে, এই চর্চাটি সবক্ষেত্রেই পরিলক্ষিত হয় না। অনেক জনপ্রিয় রাজনৈতিক দল তাদের ইশতেহার চূড়ান্ত করার ক্ষেত্রে অংশীজনদের মতামত কে গুরুত্ত্ব দেয় না যা কোনোভাবেই কাম্য নয়। 

Scroll to Top