তরুণ প্রজন্মের নীতি গবেষণামূলক প্ল্যাটফর্ম ‘ইয়ুথ পলিসি ফোরাম’ (ওয়াইপিএফ) আয়োজিত ‘রি-থিংকিং এফডিআই : ফর দ্য মেনি’ শীর্ষক অনলাইন ওয়েবিনার সিরিজের ৪র্থ এবং শেষ পর্ব -‘অরগানাইজিং দ্যা গভর্মেন্ট টু ইফেকটিভলি এট্রাক্ট এফডিআই’ অনুষ্ঠিত হয়ে গেল গত ৮ আগস্ট। ওয়াইপিএফ এর উপদেষ্টা এবং অর্থনীতিবিদ ডক্টর আখতার মাহমুদের সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইসিস পয়েন্ট কনসাল্টিং এর চেয়ারম্যান ও বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিওআই) এর সাবেক পরিচালক মামদুদ হোসাইন আলমগীর, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (পি আর এল) ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাবেক সহ সভাপতি বিজয় ভট্টাচার্য এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের অপারেশনস কর্মকর্তা মিয়া রহমত আলী।