আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় পররাষ্ট্রনীতি হতে হবে বাস্তবতার নিরিখে

তরুণ প্রজন্মের নীতি গবেষণামূলক প্লাটফর্ম  ‘ইয়ুথ পলিসি ফোরাম’ (ওয়াইপিএফ) শুরু  করেছে ‘রোড টু রিফর্মস’ শীর্ষক সেমিনার সিরিজ। যেখানে আলোচনার মূল বিষয় হল বর্তমান বাংলাদেশের বিভিন্ন জরুরি খাত পুনর্গঠন করা। এই সিরিজের দ্বিতীয় এপিসোড – ‘ফরেন পলিসি রিফর্মস-একাডেমিক প্যানেল’ অনুষ্ঠিত হয়  গত ২৪ আগস্ট।

এ এপিসোডে প্যানেলিস্ট ছিলেন ড. ইমতিয়াজ আহমেদ, প্রফেসর- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডিরেক্টর- সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ। আরো ছিলেন ড. লাইলুফার ইয়াসমিন, প্রফেসর- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিস্তারিত পড়ুনঃ এখানে

Scroll to Top