তরুণ প্রজন্মের নীতি গবেষণামূলক প্লাটফর্ম ‘ইয়ুথ পলিসি ফোরাম’ (ওয়াইপিএফ) আয়োজন করেছে ‘রি-থিংকিং এফডিআই: ফর দ্য মেনি’ শীর্ষক অনলাইন সেমিনার সিরিজ। এই সিরিজের দ্বিতীয় পর্ব – ‘হোয়াট ইনভেস্টরস ওয়ান্ট’ অনুষ্ঠিত হয়ে গেল গত ১৭ জুলাই। এ পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- রূপালী চৌধুরী, প্রেসিডেন্ট, ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। তার সাথে উপস্থিত ছিলেন, ইয়াসির আযমান, চিফ এক্সিকিউটিভ অফিসার, গ্রামীনফোন লিমিটেড। সঞ্চালক হিসেবে ছিলেন অর্থনীতিবিদ ডক্টর আখতার মাহমুদ।