অক্টোবর ২০২১
সম্প্রতি পরিকল্পনা বিভাগ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) যৌথভাবে বাংলাদেশে দারিদ্র্যের সামগ্রিক অবস্থা নিয়ে “Extreme Poverty: The Challenges of Inclusion in Bangladesh” শীর্ষক একটি সমীক্ষা প্রকাশ করে। এই সমীক্ষাতে সাধারণ দারিদ্র্য ও বহুমাত্রিক দারিদ্র্য নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
আমাদের প্রকাশিত এই ব্রিফটিতে উপরোক্ত সমীক্ষায় প্রাপ্ত মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে। মূলত আমাদের ব্রিফটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে আমাদের গভর্ন্যান্স অ্যাপ্রেন্টাইসশিপে যুক্ত নীতিনির্ধারকগন এবং সাধারণ পাঠক সহজেই সমীক্ষার মূল তথ্যগুলো সম্পর্কে জানতে পারেন।
সম্পাদকদের সম্পর্কে: এই ব্রিফটি সম্পাদনা করেছেন গোলাম মোস্তফা (শুভ) এবং পুষ্পিতা হোসেন যারা বর্তমানে ওয়াইপিএফ গভর্ন্যান্স অ্যাপ্রেন্টাইসশিপ প্রোগ্রামের লিড হিসেবে কাজ করছেন ইয়ুথ পলিসি ফোরামে।
Reach us at contact@ypfbd.org
Copyright © 2022 Youth Policy Forum (YPF).