ফিলোসফি, পলিসি এবং পলিটিক্স- নীতি নির্ধারণের এই তিনটি মূল স্তম্ভকে প্রসঙ্গ করে গত ১২ই সেপ্টেম্বর ইয়ুথ পলিসি ফোরাম শুরু করে অনলাইনে ওয়াইপিএফ পলিসি কোর্সের যাত্রা। কোর্সের প্রথমদিনে উন্মুক্ত বক্তৃতার মূল আলোচক ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে এমফিল সম্পন্ন করা মুয়াজ জলিল। দেশে ও বিদেশে বাজার ব্যবস্থাপনার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পরামর্শদানে প্রায় ১৩ বছর ধরে কাজ করার পাশাপাশি বর্তমানে তিনি ‘এম এন্ড ই’ গ্রুপের প্রধান হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন। বাংলাদেশ, মায়ানমার, শ্রীলংকা, ইন্দোনেশিয়া সহ কাজ করেছেন বিভিন্ন দেশে। এই কোর্সটির উদ্বোধনে অতিথি হিসেবে আলোচনায় যুক্ত ছিলেন ওয়াইপিএফএর দুই উপদেষ্টা অর্থনীতিবিদ ড. আখতার মাহমুদ এবং যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক মুশফিক মোবারাক। আলোচনাটির সঞ্চালনায় ছিলেন ওয়াইপিএফ এর পলিসি কোর্সের প্রধান মৌমিতা বসাক।