রোহিঙ্গা সংকট নিয়ে গত ৪ বছর ধরে বাংলাদেশের বসবাস। ইতোমধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনে বাংলাদেশ বেশ সফল হলেও তাদের প্রত্যাবাসনের উদ্যোগ এখনো আলোর মুখ দেখেনি। এই বিষয়টিকে সামনে রেখে শুরু হয়েছে ইয়ুথ পলিসি ফোরাম (ওয়াইপিএফ)-এর বছরব্যাপী রোহিঙ্গা অ্যাডভোকেসি প্রোগ্রাম। এই উদ্যোগের আওতায় গত ১৪ নভেম্বর, ২০২০ তারিখ শনিবার অনুষ্ঠিত হয়েছে এই সিরিজের প্রথম ওয়েবিনার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারিত এই ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের হাউজ অব কমনস-এর এবেরাভনের সংসদ সদস্য এবং এশিয়া ও প্যাসিফিক অঞ্চলবিষয়ক লেবার পার্টি সমর্থিত মন্ত্রী স্টিফেন কিনক, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ মুশফিক মোবারক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহযোগী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন করলিস। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলমান এই ওয়েবিনারটি সঞ্চালনা করেন ওয়াইপিএফের কনটেন্ট ও সম্পাদকীয় শাখার প্রধান মাসতুরা তাসনিম।