আসছে ২০২১ সালে সুবর্ণজয়ন্তীতে পদার্পণ করতে চলেছে বাংলাদেশ। এর সাথে জড়িয়ে আছে বর্তমান সরকারের সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি ‘রূপকল্প ২০২১’। এ রূপকল্প অনুযায়ী ২০২১ সালের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সেবা এবং অন্যান্য খাতে আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ পরিচিত হবে ‘ডিজিটাল বাংলাদেশ’ নামে। এর মধ্যে স্বাস্থ্যখাতে আধুনিকায়ন বা ই-স্বাস্থ্যসেবা এই করোনাকালীন সময়ে হয়ে উঠছে সরকার ও জনসাধারণের অন্যতম আলোচ্য বিষয়। এক্ষেত্রে যাচাইযোগ্য জাতীয় পরিচয়পত্রের ভূমিকা হতে পারে অত্যন্ত ইতিবাচক। এ বিষয়টি নীতিনির্ধারকসহ সকলের সামনে তুলে ধরতে গত ২৯ আগস্ট একটি ওয়েবিনার আয়োজন করেছিল তরুণ প্রজন্মের নীতি গবেষণামূলক প্লাটফর্ম ‘ইয়ুথ পলিসি ফোরাম (ওয়াইপিএফ)’।