ঘর থেকেই হতে হবে নারীর ক্ষমতায়নের জন্য কাঙ্ক্ষিত পরিবর্তনের সূত্রপাত। গতকাল রোববার ইয়ুথ পলিসি ফোরাম (ওয়াইপিএফ) কর্তৃক আয়োজিত এক ওয়েবিনারে এমন মতামতই ব্যক্ত করেন বক্তারা। লিঙ্গসমতায় কোভিড-১৯ এর প্রভাব বিষয়ক এই আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে কর্মরত বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, ঝুঁকিগ্রস্ত নারীদের পুনর্বাসনমুখী সংস্থা বাসা বুটিকের ব্যবস্থাপনা পরিচালক রবিন সেফার্ট, কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত শিক্ষার্থী নাহেলা নওশিন, ওয়াটারএইড বাংলাদেশ-এর কমিউনিকেশনস অফিসার আরুশা রাহিম ও ভরসা’র সহ-প্রতিষ্ঠাতা তাহানা তাসমিয়া।