সম্প্রতি ৪ঠা মে, ২০২৩ চিটাগং প্রেস ক্লাবে ইয়ুথ পলিসি ফোরাম আয়োজন করে তাদের বহুল প্রত্যাশিত ‘পলিসি মাস্টার ক্লাস’ যেখানে বক্তা হিসেবে ছিলেন SOAS University of London এর রাজনীতি ও আন্তর্জাতিক অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং ওয়াইপিএফ এর সিনিয়র ফেলো ড. পল্লবী রায়।
প্রায় ২.৩০ ঘন্টার এই সেশনে আলোচনার মূল বিষয়বস্তু ছিল ‘রাজনৈতিক বন্দোবস্ত এবং অর্থনৈতিক কাঠামোগত রুপান্তর ‘। তাছাড়া পুরো সময় জুড়ে সঞ্চালকের ভূমিকায় ছিলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এর স্কুল অফ ল বিভাগের লেকাচারার এবং ওয়াইপিএফ এর পলিসি রিসার্চ টিমের লিড, সানজানা হক।
অনুষ্ঠানের প্রথমে ওয়াইপিএফ এর যাত্রা এবং কার্যক্রম নিয়ে বিস্তারিত ধারণা দেন ওয়াইপিএফের পলিসি এডভোকেসি লিড, জি এম শুভ।
এরপর ড. পল্লবী রায়ের মঞ্চে আগমন হলে তিনি রাজনৈতিক বন্দোবস্ত বিষয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করেন। এক্ষেত্রে তিনি বলেন “আমাদের যুব সমাজ, ছাত্ররা হতাশ কারণ অর্থনৈতিক কাঠামো রুপান্তরে আমাদের সমাজে প্রচলিত নীতির বাস্তবসম্মত কোনো সমাধান নেই।” এছাড়াও সমাজে ক্ষমতার বিন্যাসে যে অসামঞ্জস্যতা দেখা যায়, তার সমাধানে আইনের ভূমিকা এর প্রয়োজনীয়তা এবং আইন দ্বারা শাসন এর কটাক্ষ করেন তিনি। নীতি প্রনয়ণের সময় আমাদের ‘Business & Economic development Ecosystem’ এর ধরণ পর্যবেক্ষণ এর কথা বলেন। সুশাসন প্রতিষ্ঠায় good governance agenda এর বিস্তারিত বর্ণনা সহ রাজনৈতিক বন্দোবস্তে আংশিক বিশ্লেষণ (mainstream policy) নিয়ে স্বচ্ছ ধারনা দেন। সবশেষে কিভাবে একই নীতি বিভিন্ন দেশে অর্থনৈতিক কাঠামোর ভিন্নতার জন্য পার্থক্যের সৃষ্টি করে তার কিছু বাস্তব উদাহরণ তুলে ধরেন।
সেশনে উপস্থিত ছিলেন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং ওয়াইপিএফ এর অনারারি ফেলো ড. মোশতাক খান।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ড. নাসরুল্লাহ, প্রফেসর সাইফুল ইসলাম এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন এর প্রফেসর শাহরিন নাওমি। তারা প্রত্যেকেই বাংলাদেশের রাজনৈতিক,অর্থনৈতিক অবকাঠামো এবং ওয়াইপিএফ এর পথচলা নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন।
১৫০ এর বেশি তরুন শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, উন্নয়নকর্মী, গবেষকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এই আয়োজনে যুক্ত ছিল ইয়াং ইকোনমিস্ট সোসাইটি, চিটাগং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন এবং চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এবং হায়ার স্টাডিজ সোসাইটি ।
বিশ্বসেরা পলিসি বিশেষজ্ঞদের কাছ থেকে যাতে বাংলাদেশের তরুণেরা সরাসরি শিখতে পারে, সেই লক্ষ্যেই ওয়াইপিএফ নিয়মিত পলিসি মাস্টারক্লাস আয়োজন করে থাকে সরাসরি ও অনলাইনে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অন্যান্য কার্যক্রম (যেমন টাউনহল/সাংসদের সাথে উঠান বৈঠক) বেশ কয়েকবার আয়োজন করা হলেও, পলিসি মাস্টারক্লাস ঢাকার বাইরে আয়োজন করা হয়েছিলো এই প্রথম। সেটি বন্দরনগরী চট্টগ্রামে করতে পেরে আমরা আনন্দিত।
নিত্যনতুন বাংলাদেশের বিভিন্ন জেলায় এধরণের সেশন আয়োজন করার মাধ্যমে তরুণদের পলিসি বিষয়ে আগ্রহ আরো বাড়িয়ে তুলার চেষ্টা ওয়াইপিএফ সর্বদা অব্যাহত রাখবে।
লিখেছেন:
জান্নাতুল ফাইরুজ নাফিসা
পলিসি এনভয়, গ্রাসরুট নেটওয়ার্ক
সাফিন মাহমুদ,
ডেপুটি লিড, বাংলা এডিটরিয়াল এন্ড কন্টেন্ট টিম
ইয়ুথ পলিসি ফোরাম