পূর্ব এশিয়ার বিস্ময়!

লিখেছেনঃ শাহ মিনহাজ চৌধুরী

‘৬০ এর দশকের সূচনালগ্ন। সিউল শহরের ভাঙাচোরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ছোট্ট চোই। মার্কিন ত্রাণ বিতরণ শুরু হবে একটু পরেই। দেরি করা মানেই আরেক সপ্তাহ অনাহারে থাকা। 

মাসখানেক আগেই মায়ের সাথে এই শহরে পাড়ি জমিয়েছে চোই। রক্তক্ষয়ী কোরীয় যুদ্ধের ক্ষত শুকানোর পূর্বেই সামরিক অভুত্থান ও সংঘাতে চরম বিপর্যস্ত দেশটি। প্রাকৃতিক সম্পদহীন কৃষিভিত্তিক দেশটি তাই এখন সাব-সাহারার অধিকাংশ দেশের চেয়েও দুস্থ।

‘৯২ সাল। চোই এখন কাজ করেন সি অ্যান্ড টি কর্পোরেশনে, একজন সিনিয়র প্রকৌশলী হিসেবে। বিশ্বজুড়ে বড় বড় সব অট্টালিকা বানাচ্ছে দক্ষিণ কোরীয় এই কোম্পানি। শুধু দালান নয়, গাড়ি থেকে শুরু করে আধুনিক মাইক্রোচিপ – সবকিছুই বানায় সেই কোম্পানি।  বিশ্ব সেই কোম্পানিকে অবশ্য স্যামসাং নামেই বেশি চেনে। এরকম কয়েকশ জাইবল(Chaebol) মেগা কর্পোরেশনের বদৌলতে সিউল আজ ঝা চকচকে এক মেট্রোপলিস। 

মাত্র এক প্রজন্মের মধ্যেই কৃষিপ্রধান অনুন্নত দেশ থেকে সবচেয়ে ধনী দেশগুলোর একটিতে পরিণত হয়েছিল দক্ষিণ কোরিয়া এবং সেই সাথে সমৃদ্ধ জীবন পেয়েছিল লক্ষ লক্ষ চোই।

শুধু দক্ষিণ কোরিয়া নয়, কাছাকাছি সময়ে একই রকম অর্থনৈতিক বিপ্লব আমরা দেখতে পাই পূর্ব এশিয়ার আরও ৩টি জায়গায় –  তাইওয়ান, হংকং, এবং  সিঙ্গাপুর। ‘৬০এর দশকে চরম দরিদ্রতায় থাকা এই দেশগুলোর চেয়ে এগিয়ে ছিলো আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশ। তবে উন্নত দেশ হবার স্বপ্নপূরণ করতে পারে শুধু এই কয়টি দেশই। 

তাই সারা বিশ্বের জন্যে এটি ছিল এক মহাবিস্ময়। বিশ্বব্যাংক তাদের ১৯৯২ সালের রিপোর্টে এই ঘটনার নাম দেয় – “ইস্ট এশিয়ান মিরাকল” (East Asian Miracle)

অর্থনৈতিক উন্নয়নের জন্য পাশ্চাত্যের একমাত্র প্রেসক্রিপশন  ছিলো – সরকারি হস্তক্ষেপমুক্ত অর্থনীতি, পশ্চিমা ধাঁচের মুক্ত বাজার এবং পূর্ণ গণতন্ত্র। কিন্তু এসকল তত্ত্ব ভুল প্রমাণ করে  নিজেদের পলিসির বলেই অসম্ভব সম্ভব করে এই দেশগুলো। এশিয়ার বাঘদের সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হওয়ার অনেকগুলো কারণ থাকলেও, এটিকেই ধরা যায় সবচেয়ে বড় কারণ।

এশীয় বাঘদের কিছু বছর আগে একই রকম অর্থনৈতিক বিপ্লব ঘটায় যুদ্ধবিধ্বস্ত জাপান। পরবর্তীতে তাদের পথ অনুসরণ করে অসাধারণ উন্নয়ন সাধন করে কিছু দক্ষিন-পূর্ব এশীয় দেশ, যেমন – চীন, মালয়েশিয়া, ও ইন্দোনেশিয়া। 

এখন ভবিষ্যতের টাইগার ইকোনমি হিসেবে ভাবা হচ্ছে অনেক দেশকেই। সম্ভাবনাময় সেই তালিকায় আছে আমাদের দেশও। পরবর্তী এশীয় বাঘ হতে হলে আমাদের গভীর পর্যবেক্ষণ করতে হবে আসল এশীয় বাঘ অর্থনীতিগুলোর উত্থানকে। বানাতে হবে নিজেদের গবেষণালব্ধ পলিসি।

ইতিহাসকে ভিন্ন লেন্সে দেখতে এবং তা থেকে পলিসির সঠিক শিক্ষা নিতে ১২ জুলাই,২০২০ থেকে শুরু হয়েছে YPF Looking Back : Lessons from the past সিরিজ। সিরিজটির প্রথম এপিসোড ছিল পূর্ব এশীয় মিরাকল বা ইস্ট এশিয়ান মিরাকল নিয়ে, যেখানে উপস্থিত ছিলেন বরেণ্য অর্থনীতি বিশেষজ্ঞরা যাদের দীর্ঘদিনের কর্ম ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে পূর্ব এশীয় দেশগুলোতে ।

এপিসোডটি দেখতে পারবেন এখানে –
Link of Youtube ( https://youtu.be/xZDB8roMHCo ) & Facebook live (https://www.facebook.com/YouthPolicyForumBD/videos/935054443632808)

এপিসোডের মূল কথাগুলো নিয়ে  ও দৈণিক বণিক বার্তা প্রকাশিত প্রতিবেদন দেখতে পারবেন এখানে – 
Hyper Link of Dhaka Tribune (https://www.dhakatribune.com/feature/2020/07/15/ypf-dialogue-what-bangladesh-can-learn-from-the-east-asian-miracle )

থাম্বনেইল কার্টেসিঃ SHRM

Scroll to Top