Week 1 of 2022 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা: ১লা জানুয়ারি – ৭ম জানুয়ারি ২০২২   

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

সম্পাদনায়:  Adiba Tahsin এবং Farhan Uddin Ahmed.

১. রাজনীতি 

৬ জানুয়ারি হামলার বর্ষপূর্তিতে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে নিন্দা করেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলাকারীরা যুক্তরাষ্ট্র ও দেশটির গণতন্ত্রের গলায় ছুরি ধরেছিল। ওই হামলার বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ওই হামলার ইন্ধনদাতা হিসেবে তাঁর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন।

সূত্র:  CNN, প্রথম আলো 

কাজাখস্তানে সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও বিক্ষোভকারী নিহত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কাজাখস্তানে চলমান বিক্ষোভে ১২ জন নিরাপত্তা কর্মকর্তা ও বেশ কয়েকজন বিক্ষোভকারীর প্রাণহানির ঘটনা ঘটেছে।

এদিকে কাজাখস্তান পুলিশের মুখপাত্র সালতানেত আজিরবেক বলেন, ‘চরমপন্থীরা’ গত রাতে দেশটির সবচেয়ে বড় শহর আলমাতিতে প্রশাসনিক ভবন ও পুলিশ সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেছিল। এ সময় বেশ কয়েকজন হামলাকারীর মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সূত্রঃ Al-Jazeera, প্রথম আলো 

২. অর্থনীতি ও ব্যবসা

বিশ্বে গত বছর খাদ্যপণ্যের দাম বেড়েছে ২৮ শতাংশ

গত বছর বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম ২৮ শতাংশ বেড়েছে। বিগত এক দশকের মধ্যে এটি সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।

খাদ্যপণ্যের দাম নিয়ে এফএও একটি সূচক প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ২০২১ সালে বিশ্বজুড়ে খাদ্যপণ্য বৃদ্ধির গড় ছিল ১২৫ দশমিক ৭ পয়েন্ট, যা ২০১১ সালের পরে সর্বোচ্চ। ২০১১ সালে এ গড় ছিল ১৩১ দশমিক ৯ পয়েন্ট।

মাসভিত্তিক সূচকে গত ডিসেম্বরে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমলেও এর আগের চার মাসে ধারাবাহিকভাবে দাম বেড়েছে।

সূত্র: Reuters, প্রথম আলো 

বিশ্বের প্রথম তিন লাখ কোটি ডলারের কোম্পানি অ্যাপল

অ্যাপল এখন তিন লাখ কোটি ডলারের কোম্পানি। গতকাল সোমবার অ্যাপলের বাজার মুল্য ৩ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। কোম্পানিটির শেয়ারের দাম ৩ শতাংশ বেড়ে সর্বকালীন রেকর্ড ১৮২ দশমিক ৮৮ ডলারে উঠে যায় গতকাল। আর তাতেই কোম্পানির বাজার মূল্য ৩ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়।

সূত্রঃ CNBC, প্রথম আলো

অর্থনীতিকে চাঙ্গা করতে কর কমানোর আহ্বান জানান চীনা প্রধানমন্ত্রী

কোভিড সংক্রমণের পুনরাবির্ভাব, ” জিরো-কোভিড” পদ্ধতি, ও রিয়েল এস্টেট সংকটের সাথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি যাতে লড়াই করতে পারে তার জন্য শীর্ষস্থানীয় এক চীনা কর্মকর্তা ট্যাক্স কমানোর আহ্বান জানান।

সূত্রঃ CNN

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top