সময়সীমা: ৫ম মার্চ – ১১তম মার্চ ২০২২
ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক ।
সম্পাদনায়: Anika Bushra, Redwan Reham, এবং Farhan Uddin Ahmed.
১. রাজনীতি
শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা, আলোচনায় অগ্রগতি নেই
শান্তি আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে তুরস্কে হাজির হয়েছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের লাইভে এ তথ্য জানানো হয়।
তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটির আয়োজক তুরস্ক।
সূত্র: প্রথম আলো
বিজেপি ও আম আদমির জয়জয়কার, ডুবল কংগ্রেস
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে আবারও বাজিমাত করল বিজেপি। পাঞ্জাবে চমক দেখিয়েছে আম আদমি পার্টি। আর ভরাডুবি হয়েছে কংগ্রেসের। উল্লেখ্য, এবারে পাঞ্জাবে কংগ্রেস, বিজেপি ও অকালি দলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঞ্জাবে ৯০টি আসনে এগিয়ে রয়েছে আপ। ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে, সেখানে আপই ক্ষমতায় আসছে। বিজেপিকে সমানে সমানে টক্কর দেওয়া তো দূরের কথা, অস্তিত্ব সংকটেই পড়ে গেল দলটি। নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় কোথাও সেভাবে দাগ কাটতে পারেনি কংগ্রেস। আগের চেয়ে আরও অন্ধকারে ডুবছে ভারতের সবচেয়ে প্রাচীন দল। উত্তরপ্রদেশসহ চার রাজ্যে ঝাণ্ডা উড়িয়েছে বিজেপি। দিল্লির গণ্ডি ছাড়িয়ে এই প্রথম বাইরের রাজ্যে (পাঞ্জাবে) বিজয়নিশান উড়িয়েছে আম আদমি পার্টি। কিন্তু কংগ্রেসের উল্টোযাত্রা যেন থামছেই না। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, পাঞ্জাব, গোয়া—কোথাও দাগ কাটতে পারেনি কংগ্রেস। বরং সেখানে ভাল জায়গায় পৌঁছে গেছে আম আদমি পার্টি। উল্লেখ্য, উত্তরপ্রদেশে বাজিমাত করতে প্রিয়াঙ্কা গান্ধীকে আঁকড়ে ধরেছিল কংগ্রেস। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ইতিহাসে প্রথমবার কংগ্রেসের ভোট নেমে আসছে ২৫ শতাংশের নিচে। গোষ্ঠীদ্বন্দ্ব আর নেতৃত্বের অযোগ্যতায় উত্তরাখণ্ডেও বিজেপিকে টলাতে পারেননি না হরিশ রাওয়াতরা। গোয়ায় চিদম্বরমের কাঁধে ভর করে এই বছর লড়াই করলেও বড় ফ্যাক্টর হতে পারেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকেই বলে আসছিলেন, যেখানে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই কংগ্রেসের, সেখানেই জিতছে বিজেপি। তৃণমূল নেতার সেই তত্ত্ব এদিনের ফলাফলে প্রতিষ্ঠিত হলো। এই ভরাডুবির পর প্রিয়াঙ্কার কোনো প্রতিক্রিয়া মেলেনি। উত্তরপ্রদেশের পাশাপাশি মণিপুরেও সরকার গঠনের পথেই বিজেপি। শুরুতে কিছুটা লড়াই দেওয়ার পর সেখানেও পিছিয়ে পড়ে কংগ্রেস ব্রিগেড। মাত্র ৯টি আসনে এগিয়ে থাকতে দেখা যায় তাদের। এমনকি পাঞ্জাবেও পর্যুদস্ত হয়েছে কংগ্রেস। সেখানে মাত্র ১৭টি আসনে এগিয়ে দলটি। সুতরাং, কোথাওই কংগ্রেস আজ প্রাসঙ্গিক নয়। অস্তিত্ব সংকটেই পড়ে গেল সোনিয়া গান্ধীর দল।
সূত্রঃ TBS
২. অর্থনীতি ও ব্যবসা
তেলের দাম কমাতে সৌদি ও আরব আমিরাতের দ্বারস্থ যুক্তরাষ্ট্র
ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর তেলের দাম কেবল বাড়ছেই। এই পরিস্থিতিতে তেলের দামে লাগাম পরাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাকি সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন!
সূত্র: প্রথম আলো
এশিয়ার পুঁজিবাজার ১৬ মাসে সর্বনিম্ন
ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার খবরে এশিয়ার বাজার তলিয়ে গেছে সঙ্গে ইউরোপীয় মুদ্রা ইউরো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি, বিনিয়োগকারীরা বাজারের ওপর হতাশ কারণ তেলের দাম বাড়ছে।
সূত্রঃ The Daily Star
৩. বিজ্ঞান ও প্রযুক্তি
মহামারির পর ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশের নেতৃত্বে নারী
বিশ্ব নারী দিবস উপলক্ষে মেটা অনলাইন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তনে চালিকাশক্তি হিসেবে কাজ করার বিষয়গুলোকে উদযাপন করেছে। এ দিবস উপলক্ষে প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানা গেছে। মেটা আরও জানিয়েছে, ২০২১ সালের পর থেকে উদ্যোক্তা সংক্রান্ত বাংলাদেশি গ্রুপগুলোর ৪০ শতাংশই নারীরা তৈরি করেছেন। মেটা জানিয়েছে, তারা বাংলাদেশে ফ্ল্যাগশিপ প্রশিক্ষণ কর্মসূচী #SheMeansBusiness (শি মিনস বিজনেস) শুরুর পরিকল্পনা করছে। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যবসা প্রসারে সহায়তা করা হবে। একইসঙ্গে মেটা বাংলাদেশকে #BuyFromHer (বাই ফ্রম হার) প্রচারণায় অংশগ্রহণে অনুপ্রাণিত করছে। এই প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে স্থানীয় নারী উদ্যোক্তাদের কাছ থেকে কেনাকাটা করতে উদ্বুদ্ধ করা হয়।
সূত্রঃ The Daily Star
৪. করোনা সংবাদ
দ. কোরিয়ায় একদিনে রেকর্ড শনাক্ত ৯০ হাজার ৪৪৩
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে, দেশটিতে কোভিড -১৯ কেস বেড়েছে। রয়টার্স জানিয়েছে যে দেশটি মাত্র একদিনে ৯০৪৪৩ টি নতুন কেস রিপোর্ট করেছে।
সূত্রঃ The Daily Star
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।