সময়সীমা: ১৯তম মার্চ – ২৫ম মার্চ ২০২২
ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক ।
১. রাজনীতি
জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ
ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়েছে।
সূত্র: প্রথম আলো
সবচেয়ে বড় আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়া দেশটির এযাবৎকালের সবচেয়ে বড় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার দেশটি এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
সূত্রঃ প্রথম আলো
২. অর্থনীতি ও ব্যবসা
রাশিয়া থেকে কম দামে বেশি তেল কিনছে ভারত
যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে আরও বেশি পরিমাণে অপরিশোধিত তেল কিনছে এশিয়ার অন্যতম বৃহৎ দেশ ভারত। রাশিয়া থেকে ইতিমধ্যে ২০ লাখ ব্যারেল তেল কিনেছে ভারতের রাষ্ট্রীয় তেল পরিশোধনকারী সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন (এইচপিসিএল)। ইউরোপের জ্বালানি কোম্পানি ভিটল থেকে কেনা এই তেল আগামী মে মাসে ভারতের হাতে পৌঁছাবে।
সূত্র: প্রথম আলো
তেল উৎপাদন বৃদ্ধি করবে আরামকো
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকোর মুনাফা ২০২১ সালে দ্বিগুণ হয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার পর আরামকো জ্বালানি উৎপাদনে বিনিয়োগের পরিমাণ দ্রুত বৃদ্ধির পরিকল্পনা করছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
সূত্রঃ প্রথম আলো
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।