Week 2 of 2022 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা: ৮ম জানুয়ারি – ১৪ম জানুয়ারি ২০২২   

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

সম্পাদনায়:  Redwan Reham এবং Farhan Uddin Ahmed.

১. রাজনীতি 

বরিসের পদত্যাগ চাইছেন দলের নেতারা

করোনাভাইরাসের মহামারি ঠেকাতে যে লকডাউন দেওয়া হয়েছিল, এর মধ্যে পানাহারের আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ ঘটনা সামনে আসার পর তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু এতে সন্তুষ্ট নন খোদ তাঁর দলের নেতারা। এখন বরিসের পদত্যাগ চাইছেন তাঁরা।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বরিস জনসনের পদত্যাগ চেয়েছেন; যদিও উপপ্রধানমন্ত্রী ডোমিনিক রাব বরিসের পক্ষ নিয়েছেন।

তবে অনেকে পদত্যাগ দাবি করছেন। এর মধ্যে রয়েছেন কনজারভেটিভ পার্টির স্কটল্যান্ডের নেতা ডগলাস রোস, আইনপ্রণেতা উইলিয়াম রেগ, ক্যারোলিন নোকস, রজার গ্যালে প্রমুখ।

সূত্র: BBC, প্রথম আলো 

ডোকলামের কাছে নির্মাণকাজ জোরদার করছে চীন, বলছে উপগ্রহের ছবি

ডোকলামের কাছে নির্মাণকাজ জোরদার করছে চীন, বলছে উপগ্রহের ছবি। যুক্তরাষ্ট্রের ডেটা অ্যানালিটিকস ফার্ম হকআই ৩৬০ রয়টার্সকে এ সংক্রান্ত উপগ্রহের ছবি ও বিশ্লেষণ সরবরাহ করেছে। দুই বিশেষজ্ঞ তাদের ওই ছবি ও বিশ্লেষণ যাচাইও করে দেখেছেন।

হকআইয়ের মিশন অ্যাপ্লিকেশনস ডিরেক্টর ক্রিস বিগার্স জানিয়েছেন, উপগ্রহ ব্যবহার করে ছবি তোলা কাপেলা স্পেস ও প্ল্যানেট ল্যাবের সরবরাহকৃত তথ্যউপাত্ত অনুযায়ী ২০২০ সালের শুরু থেকেই ভুটানের পশ্চিম সীমান্তঘেঁষা কয়েকটি জায়গায় চীনের নির্মাণ সংক্রান্ত কর্মকাণ্ড শুরু হয়। প্রথমদিকে তারা রাস্তা বানায় ও জায়গাগুলো পরিষ্কার করে। ২০২১ সালে এসে ওই কাজের গতি বেড়ে যায়। ভিত্তি স্থাপনের পর ছোট ছোট কিছু কাঠামো খাড়া হয়, এরপর ভবনের নির্মাণ কাজ আরম্ভ হয়, বলেন বিগারস। ২০২১ সালে এসে ওই কাজের গতি বেড়ে যায়। ভিত্তি স্থাপনের পর ছোট ছো

ট কিছু কাঠামো খাড়া হয়, এরপর ভবনের নির্মাণ কাজ আরম্ভ হয়, বলেন বিগারস। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এ নির্মাণকাজ স্থানীয় জনসাধারণের কাজ ও জীবনযাত্রার অবস্থার উন্নতির জন্য। ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালের এপ্রিলে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে হওয়া সর্বশেষ আলোচনায় ভুটান ও চীন বিরোধ মেটানোর প্রক্রিয়ার গতি বাড়াতে সম্মত হয়েছে।.

সূত্রঃ Reuters, BDNews24.com

২. অর্থনীতি ও ব্যবসা

রাজনৈতিক সম্পর্কের অবনতি হলেও বাণিজ্য বেড়েছে ভারত-চীনের

গত দুই বছরে চীন-ভারত সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। ২০২০ সালের মে মাসে ভারত-চীন সীমান্তে চীনা সেনারা মুগুর দিয়ে পিটিয়ে ভারতীয় সেনাদের হত্যা করে। দুই পক্ষের মারামারিতে চীনা সেনারাও মারা পড়ে। এ নিয়ে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু বাস্তবতা হলো, যে বছর সীমান্ত উত্তেজনা বেড়ে গেল, তার পরের বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড উচ্চতায় পৌঁছাল।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্যানুসারে, ২০২১ সালে চীন-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৪০০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৪৬ দশমিক ৪ শতাংশ বেশি। তবে এ হিসাব ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত।

সূত্র: Economic Times, প্রথম আলো 

৩. বিজ্ঞান ও প্রযুক্তি 

অনলাইনে ভুয়া তথ্য প্রচারের ‘অন্যতম বড় মাধ্যম’ ইউটিউব

নিজস্ব প্ল্যাটফর্মে ভুয়া তথ্যের প্রচার বন্ধে যথেষ্ট তৎপর নয় ইউটিউব– শীর্ষ ভিডিও স্ট্রিমিং সেবাটির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তথ্য যাচাই করে এমন ৮০টি সংগঠন। টিকা বিমুখ (অ্যান্টি-ভ্যাক্স মতবাদ) প্রচার করে এমন কনটেন্ট এবং নির্বাচনী ভুয়া তথ্য প্রচারের মতো বিষয়গুলোতে ইউটিউবের আরো শক্ত পদক্ষেপের দাবি তুলেছে সংগঠনগুলো।

চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে ওয়াশিংটন পোস্টের তথ্য যাচাইকারী দল ও যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ‘ফুল ফ্যাক্ট’সহ ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংগঠন রয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইউটিউব নিজস্ব প্ল্যাটফর্মে ভুয়া তথ্য প্রচার বন্ধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ সংগঠনগুলোর। তাদের ভাষায়– “নীতিবর্জিত লোকজনকে প্ল্যাটফর্মটিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ করে দিচ্ছে” ইউটিউব।

কনটেন্ট ইংরেজি ভাষার না হলে এবং উন্নয়নশীল দেশ থেকে হলে, সেক্ষেত্রে জটিলতা আরো বাড়ে বলে বলছে বিবিসি’র প্রতিবেদন। চিঠিতে ইউটিউবের নীতিমালায় ধরা পড়েনি, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এমন বাস্তবিক উদাহরণ টেনেছে সংগঠনগুলো। সংগঠনগুলোর অভিযোগ, যথেষ্ট নয় ইউটিউবের নীতিমালা; ক্ষেত্রবিশেষে এটি সম্পূর্ণ অকার্যকর।

সূত্রঃ BBC, BDNews24.com

৪.  পরিবেশ 

ষষ্ঠ গণবিলুপ্তির পথে পৃথিবী

প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে ডায়নোসরের অস্তিত্ব বিলুপ্ত হয়েছিল । সেটা ছিল এখনও পর্যন্ত শেষ গণবিলুপ্তির ঘটনা। বিজ্ঞানীরা সতর্ক করছেন আবারও বিলুপ্তির মুখোমুখি পৃথিবী, এবারেরটা ষষ্ঠ।

নৃতাত্ত্বিক এই বিলুপ্তির জন্য দায়ী মানুষ। জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস, দূষণ এবং শিল্প-সংক্রান্ত কৃষিকাজ এর অন্যতম কারণ। কয়েক দশকের মধ্যে ধ্বংসের মুখে প্রায় ১০ লাখ প্রজাতি। বিশ্বের সব প্রজাতির প্রায় তিন চতুর্থাংশ আগামী ৩০ লাখ বছরের মধ্যে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ DW 

৫. করোনা সংবাদ 

মার্চে মিলতে পারে ওমিক্রনের টিকা: ফাইজারের সিইও

ওমিক্রনকে লক্ষ্য করে আগামী মার্চের মধ্যে ভ্যাকসিন প্রস্তুতের আশা ব্যক্ত করছে ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক।

স্থানীয় সময় সোমবার ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বৌরলা সিএনবিসিকে দেওয়া সাক্ষাতকারে বলেন, অনেক দেশের আগ্রহের কারণে ফাইজার এরই মধ্যে কিছু ডোজ প্রস্তুত করছে।

সূত্রঃ CBS News, যায়যায়দিন 

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top