সময়সীমা: ১৪ মে – ২০ মে, ২০২২
ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক ।
১. রাজনীতি
মার্কিন সিনেটে বিল পাস: যুক্তরাষ্ট্রের ৪ হাজার কোটি ডলার সহায়তা পাচ্ছে ইউক্রেন
ইউক্রেনের জন্য ৪ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়।
সূত্র: Al Jazeera, প্রথম আলো
সাংবাদিক শিরিন হত্যার তদন্ত করবে না ইসরায়েল
আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্তের পরিকল্পনা নেই ইসরায়েলের সামরিক বাহিনীর। ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মনে করছে, ইসরায়েলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনো একটি তদন্ত হলে ইসরায়েলের সমাজের ভেতরে তা বিরোধিতা তৈরি করবে।
২. অর্থনীতি ও ব্যবসা
ওয়াল স্ট্রিমে মুদ্রাস্ফীতি সৃষ্ট অবমননে বৈশ্বিক শেয়ার বাজার নিমজ্জিত
ইউরোপ এবং এশিয়ায় শেয়ারের দাম কমেছে কারণ উচ্চ মুদ্রাস্ফীতির হার অর্থনীতিকে প্রভাবিত করছে এবং এর প্রভাব সম্পর্কে উদ্বেগ ভোক্তা ব্যয় এবং কর্পোরেট মুনাফাকে প্রভাবিত করছে। ফেডারেল রিজার্ভ (Fed) উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে সুদের হার বাড়াবে। তবে, বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন যে উচ্চ-সুদের হার মন্দার দিকে নিয়ে যেতে পারে। উপরন্তু, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তেল এবং খাদ্যের উচ্চ মূল্যের দিকে পরিচালিত করছে। তদ্ব্যতীত, কোভিড বৃদ্ধি রোধে চীনের লকডাউন সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করে- সমস্যাটিকে আরও খারাপ করছে।
সূত্র: The Business Standard
২ বছরে মার্কিন শেয়ারবাজারে সবচেয়ে বড় ধ্বস
বিনিয়োগকারীরা আয়ের উপর মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর কঠোর মুদ্রানীতির প্রভাব মূল্যায়ন করার ফলে মার্কিন শেয়ারবাজার প্রায় দুই বছরের মধ্যে সবচেয়ে বড় পতনের শিকার হয়েছে। ফিউচার ইঙ্গিত দেয় যে জাপান, অস্ট্রেলিয়া এবং হংকংয়েও মন্দা অব্যাহত থাকবে। ব্যাপক বিক্রির জন্যে লেনদেনের শেষে এস এন্ড পি ৫০০ সূচক ৪ শতাংশ নিচে নামে। অন্যদিকে ১০ ও ৩০ বছরের ট্রেজারি বন্দ এর দাম বেড়েছে।
সূত্রঃ Bloomberg
৪. কোভিড-১৯ খবর
উত্তর কোরিয়ায় এক মিলিয়নেরও বেশি কোভিড মামলার আশঙ্কা
পিয়ংইয়ং যাকে “জ্বর” বলে অভিহিত করছে তাতে এক মিলিয়নেরও বেশি লোক এখন অসুস্থ হয়ে পড়েছে। প্রায় পঞ্চাশ জন মারা গেছে, তবে সন্দেহভাজন কেসগুলির মধ্যে কতজন কোভিডের জন্য ইতিবাচক পরীক্ষা করেছে তা স্পষ্ট নয় কারণ উত্তর কোরিয়ার শুধুমাত্র সীমিত পরীক্ষার ক্ষমতা রয়েছে। উত্তর কোরিয়ার সম্ভবত ভ্যাকসিনেশনের অভাব এবং দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে ভাইরাসের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে।
সূত্রঃ BBC
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।