Week 3 of 2022 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা:  ১৫ম জানুয়ারি – ২১তম জানুয়ারি ২০২২   

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

সম্পাদনায়:  Redwan Reham এবং Farhan Uddin Ahmed.

১. রাজনীতি 

কাবুলে ‘ন্যূনতম উপস্থিতি’ পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা ইইউর

আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদানের সুবিধার্থে দেশটির রাজধানী কাবুলে ‘ন্যূনতম উপস্থিতি’ পুনঃপ্রতিষ্ঠা শুরুর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গতকাল বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো এক বিবৃতিতে বলেন, ‘কাবুলে আমাদের ন্যূনতম উপস্থিতিকে কোনোভাবেই তালেবান সরকারকে স্বীকৃতি হিসেবে দেখা উচিত নয়।’

পিটার আরও বলেন, বিষয়টি দেশটির কার্যত কর্তৃপক্ষকেও (তালেবান) স্পষ্টভাবে জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো 

ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম নুসানতারা

দেশের রাজধানী জাকার্তা থেকে বর্নিও দ্বীপের জঙ্গল এলাকায় সরিয়ে নেওয়ার একটি বিল অনুমোদন করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার পাস হওয়া এই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট জোকো উইদোদো’র উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়ন আইনি কাঠামো পাবে। তিন হাজার ২৫০ কোটি ডলার ব্যয় হবে এই পরিকল্পনা বাস্তবায়নে। নতুন রাজধানী শহরের নাম হবে নুসানতারা -যার বাংলা অর্থ “দ্বীপপুঞ্জ।” ২০১৯ সালে প্রথম রাজধানী সরানোর পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট জোকো উইদোদো। তবে করোনাভাইরাস মহামারির কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে যায়।

সূত্রঃ Bangla Tribune

২. অর্থনীতি ও ব্যবসা

ব্যবসা কিনতে ইউনিলিভারের প্রস্তাবে নাখোশ গ্ল্যাক্সো

ব্রিটিশ ওষুধ কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের স্বাস্থ্যসেবা ব্যবসা কিনতে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল ইউনিলিভার। কিন্তু এই প্রস্তাবে ব্যবসার অবমূল্যায়ন করা হয়েছে, এ কথা জানিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)।

এক বিবৃতিতে জিএসকে বলেছে, স্বাস্থ্যসেবা ব্যবসা বিক্রির জন্য আরেক ব্রিটিশ কোম্পানি ইউনিলিভারের কাছ থেকে তিনটি অপ্রত্যাশিত প্রস্তাব পেয়েছে তারা। জিএসকে প্রস্তাব তিনটি প্রত্যাখ্যান করে বলেছে, ইউনিলিভার তাদের (জিএসকে) স্বাস্থ্যসেবা ব্যবসা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা অবমূল্যায়ন করেছে। ফলে এখনো চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ এই দুই কোম্পানি।

সূত্র: প্রথম আলো 

তালেবান শাসনে আফগানিস্তানে ৫ লাখের বেশি চাকরি হারিয়েছেন

তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে পাঁচ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন অথবা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) স্থানীয় সময় গতকাল বুধবার এমন তথ্য দিয়েছে।

আইএলও সতর্কতা জারি করে বলেছে, আফগানিস্তানের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, নারীরা বেশি চাকরি হারিয়েছেন। ধারণা করা হচ্ছে, এ বছরের মাঝামাঝি সময়ে কর্মহীনের সংখ্যা বেড়ে সাত লাখের কাছাকাছি পৌঁছাতে পারে। আফগানিস্তানে অর্থনৈতিক সংকট এবং কর্মক্ষেত্রে নারীদের বিধিনিষেধের কারণে চাকরি হারানোর সংখ্যা ৯ লাখেও পৌঁছাতে পারে।

সূত্র: প্রথম আলো 

৩. বিজ্ঞান ও প্রযুক্তি 

স্মার্ট গাড়ি ও ক্লিনার ভ্যান তৈরির লক্ষ্যে স্টেলান্টিস ও অ্যামাজনের চুক্তি

বুধবার অ্যামাজন ডটকম এবং স্টেলান্টিস এনভি যৌথভাবে ঘোষণা করেছে যে তারা ড্যাশবোর্ডে অ্যামাজন সফটওয়্যার দিয়ে গাড়ি এবং ট্রাক তৈরি করতে এবং অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্কে স্টেলান্টিসের তৈরি বৈদ্যুতিক ভ্যান স্থাপন করতে সহযোগিতা করবে৷ তারা টেসলার সাথে স্টেলান্টিসের অত্যাধুনিক যানবাহন তৈরিতে সৃষ্ট হওয়া প্রযুক্তিগত দূরত্ব-ব্যবধান কমিয়ে আনতে সহায়তা করতে পারে৷ আমাজনের সফটওয়্যার-চালিত ইনফোটেইনমেন্ট বৈশিষ্ট্যগুলি ডেটা প্রসেসিং ক্লাউডের সাথে সংযুক্ত৷ বলা হয়েছে, একটি পৃথক চুক্তির আওতায় ২০২৩ সালে সম্ভাব্য লঞ্চ হতে যাওয়া স্টেলান্টিস গ্রুপের নতুন বৈদ্যুতিক ডেলিভারি ভ্যানের জন্য প্রথম গ্রাহক হবে অ্যামাজন।

সূত্রঃ TBS

৪.  পরিবেশ 

৫ দিন পর সাহায্য পৌঁছাল টোঙ্গায়

সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও এর কারণে সৃষ্ট সুনামির আঘাতে বিপর্যস্ত টোঙ্গায় স্থানীয় সময় আজ বৃহস্পতিবার প্রথম ত্রাণবাহী উড়োজাহাজ পৌঁছেছে। পাঁচ দিন বিশ্বের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন থাকার পর এই প্রথম মানবিক সাহায্য পেল টোঙ্গা।

অতি প্রয়োজনীয় সাহায্যসামগ্রী নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে উড়োজাহাজ টোঙ্গায় পৌঁছেছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে উড়ে আসা ছাইয়ের পুরু আস্তরণে ঢেকে যাওয়া টোঙ্গার প্রধান বিমানবন্দরের রানওয়ে পরিষ্কার করেছেন কয়েক শ কর্মী।

গত শনিবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও পরে সুনামির আঘাতে দেশটিতে অন্তত তিনজনের মৃত্যুর কথা জানা গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা।

সূত্রঃ প্রথম আলো 

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top