Week 30 of 2022 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা:  ২৩ জুলাই  – ২৯ জুলাই , ২০২২              

সম্পাদনায়ঃ Affan Bin Saber, Auhana Faruque, G M Sifat Iqbal, এবং Mansib Khan

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

১. রাজনীতি 

মিশরের প্রথম পারমাণবিক বিদ্যুৎপ্রকল্প তৈরির কাজ শুরু করল রাশিয়া

মিশরের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু করতে যাচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম (Rosatom)। ২৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পটি কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যে বৃহত্তম যৌথ উদ্যোগ ।

কায়রো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত এল-দাবা বিদ্যুৎ কেন্দ্রে চারটি চুল্লি ইউনিট থাকবে যার প্রতিটি ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকবে।

ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশান এক বিবৃতিতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে মিশর বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরশীল হওয়ার আশা প্রকাশ করেছে ।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তৃতীয় শক্তি হবার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যমপন্থী রাজনীতিবিদদের নতুন দলের ঘোষণা

আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্রাট দলের বেশ কিছু প্রাক্তন সদস্য একটী নতুন দল গঠনের ঘোষনা দিয়েছেন। দলটির নাম “ফরওয়ার্ড” এবং এর মূল উদ্দেশ্য ভোটারদের সামনে আমেরিকার গতানুগতিক দুই-পার্টি ব্যবস্থার বিকল্পে একটি নতুন ও আরো ভালো বিকল্প হিসেবে নিয়ে আসা।

সাময়িক ভাবে দলটির তত্ত্ববধায়নে কাজ করবে প্রাক্তন ডেমোক্রাট প্রেসিডেন্সিয়াল প্রার্থী এন্ডেউ ইয়াং এবং প্রাক্তন রিপাবলিকান ও নিউ জার্সির গভর্নর টড উইট্ম্যানের । দলটির মূল লক্ষ্য হবে “অর্থনৈতিক অবস্থার পুনর্গঠন” এবং সরকার ও নির্বাচন ব্যবস্থায় আমেরিকানদের আস্থা ফিরিয়ে এনে একটি সুন্দর ভবিষ্যতে মত দেওয়া।

যদিও এর আগে কোনো নব্য গঠিত তৃতীয় দল আমেরিকার রাজনৈতিক অঙ্গনে তেমন অবদান রাখতে পারেনি, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই নতুন দলের কার্যক্রম এখনও পর্যবেক্ষণাধীন।

সূত্র: এনবিসি নিউজ

সোমালিয়ায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৯ জন নিহত, আল শাবাবের দায় স্বীকার

বুধবার দক্ষিণ সোমালিয়ায় একটি আত্মঘাতী হামলায় স্থানীয় এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ নয়জন নিহত হয় । চরমপন্থী গোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী , দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বন্দর নগরি মার্কার প্রশাসনিক ভবনের বাইরে হামলাটি ঘটে যখন জেলা প্রশাসক আবদুল্লাহি আলী আহমেদ ওয়াফো স্থানীয়দের সাথে কথোপকথন করছিলেন। উল্লেখ্য, সোমালিয়ার রাজধানী থেকে ৯০ কিলোমিটার (৫৫ মাইল) দূরে অবস্থিত মার্কা শহরে আফ্রিকান ইউনিয়নের বেশ কয়েকটি শান্তিরক্ষা বাহিনীর ঘাঁটি রয়েছে।

সূত্রঃ টিআরটি ওয়ার্ল্ড

২. অর্থনীতি ও ব্যবসা

আইএমএফ এর কাছে ৪.৫বিলিয়ন ডলার ঋণের আবেদন বাংলাদেশের

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএেফর কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার চেয়েছে। ২৪ শে জুলাই এই অনুরোধটি করা হয়েছে আইএমএফের মানাজিং ডিরেক্টর ক্রিস্টিনা জোরগিভার কাছে।

২০২১-২০২২ অর্থ বছরের প্রথম ১১ মাসে আমদানি পন্যের ভয়াবহ দাম বাড়ার কারনে চলতি হিসাবের ঘাটতি ৬ গুণ বেড়েছে যার কারনে সরকার ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার চেয়েছে। সব কিছু দাম বাড়ার কারনেই এই মুদ্রাস্ফীতি, জোরগিভার কাছে চিঠিতে জানান কামাল ।

সরকারের প্রত্যাশা সেপ্টেম্বর মাসে আইএমএফ এর এক প্রতিনিধি দল এসে ঋণের সর্ত আলোচনা করবে ও ডিসেম্বর মাসের মধ্যে একটি চুক্তি পোক্ত হবে ।

সূত্র: দ্য ডেইলি স্টার

চীনের মন্দার প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য দেশের অর্থনীতিতে

চীনের অর্থনৈতিক মন্দা দূর-দূরান্তে পৌঁছে যাচ্ছে। কোভিড বিধিনিষেধের কারণে আতঙ্কিত ভোক্তাদের শিল্পজাত পণ্যের চাহিদা কমায় মন্দার প্রভাব ইউরোপ ও পূর্ব এশিয়ার প্রধান রপ্তানিকারক দেশগুলিতে ছড়িয়ে পড়ছে। এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সাথে বিরল অর্থনৈতিক ঘাতটিতে পড়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। বিশ্ববাজারে বৈশ্বিক পণ্যজাত দ্রব্যের দাম বাড়ার কারণে সরকারি তথ্য অনুযায়ে চীনের ১% আমদানি বৃদ্ধি শিল্পজাত পণ্য বাণিজ্যের খারাপ ফলাফল লুকিয়ে দেয়। হাই-টেক পণ্য এবং যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্যের আমদানি প্রায় ৮% কমেছে এবং এই মাসে তেমন কোন উন্নতি হয় নাই। বৈশ্বিক পণ্যের চাহিদার চালক হিসেবে চীনের ভূমিকা এই সত্যকে লুকিয়ে রাখে যে এর বেশিরভাগ আমদানিই উৎপাদিত পণ্য।

সূত্রঃ ব্লুমবার্গ

প্রথমবারের মতো আয় কমেছে ফেসবুকের

সামাজিক যোগাযোগ মাধ্যমটি প্রথমবারের মত আয় কমার ঘোষণা দেয়। আগের বছরের তুলনায় দ্বিতীয় কোয়ার্টারে এর আয় ১% কমে ২৮.৮ বিলিয়ন ডলারে নামে এবং কোম্পানিটি পূর্বাভাস দেয় আগামী কোয়ার্টারে আয় আরও কমতে পারে। আইফোনে অ্যাপেলের গোপনীয়তা সুরক্ষায় আপডেটের ফলে ফেসবুকের বিজ্ঞাপনের কার্যকারিতা কমে যায় যার ফলে বিজ্ঞাপন থেকে আয়ের ১০ বিলিয়ন ডলার ক্ষতি হয়। আর এখন এক দ্রুত ধীরগতির অর্থনীতির কারণে বিজ্ঞাপনদাতারা তাদের খরচ কমিয়ে দিচ্ছে। জুকারবার্গের জন্য আরেক উদ্বেগের কারণঃ টিকটকের সাথে প্রতিযোগিতার ফলে টিকটক ব্যবহারকারীদের সময় কেড়ে নিচ্ছে আর সেইসঙ্গে বিজ্ঞাপন আয়ও।

সূত্রঃ দ্য ভারজ

৩.  বিজ্ঞান-প্রযুক্তি

বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় আরও এক ধাপ আগালো যুক্তরাজ্যের স্যাটেলাইট

যুক্তরাজ্যে নির্মাণ করার উদ্দেশ্যে এয়ারবাস কোম্পানির ফোরাম স্যাটেলাইটটি ইনফ্রারেড বিকিরণ লক্ষ্য করার জন্য তৈরি করা হচ্ছে।

এক টন দেহ বিশিষ্ট এই ক্রিত্তিম উপগ্রহটি পৃথিবীর উপরে ঘুরবে ও ইনফ্রারেড বিকিরণ লক্ষ্য করবে। লেজার প্রযুক্তি দিয়ে এটি সংগ্রহীত ৬০-৭০% তথ্য গবেষকদের কাছে পাঠাবে যাতে করে তারা পৃথিবীতে কি প্রবেশ করছে টা সম্পর্কে সতর্ক হতে পারে ও যথাযথ ব্যবস্থা নিতে পারে। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়ন ও তার ভয়ানক প্রভাব যা আমরা দৈনন্দিন জীবনে দেখতে পারছি তা প্রতিরোধের জন্য এটি একটি সঠিক দিক নির্দেশনা ।

২৫শে জুলাই যুক্তরাজ্যের সরকার ফোরাম স্যাটেলাইট প্রকল্পটির অনুমুতি দেয় এবং ২০২৭ সালের মধ্যে কর্মক্ষম হওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্রঃ বিবিসি 

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top