Week 31 of 2022 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা:  ৩০ জুলাই  – ৫ আগস্ট , ২০২২              

সম্পাদনায়ঃ Affan Bin Saber, G M Sifat Iqbal, এবং Mansib Khan

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

১. রাজনীতি 

আল কায়েদা প্রধান জাওয়াহিরির আফগানিস্তানে উপস্থিতির সম্পর্কে ‘কোনো তথ্য ছিল না’: তালেবান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুলে ড্রোন হামলায় আল কায়েদা প্রধান নিহত হওয়ার ঘোষণার কয়েকদিন পর বৃহস্পতিবার তালেবান জানায় আফগানিস্তানে আয়মান আল-জাওয়াহিরির উপস্থিতি সম্পর্কে তাদের কোনো তথ্য ছিল না।

“আইমান আল-জাওয়াহিরির কাবুলে আগমন এবং থাকার বিষয়ে আফগানিস্তান ইসলামি আমিরাতের কাছে কোন তথ্য নেই,” একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে । বাইডেনের ঘোষণার পর এই বিবৃতিতে তালেবান তার নাম প্রথমবার উল্লেখ করে।

তালেবান ক্ষমতায় ফিরে আসার কয়েকদিন পর গত বছরের ৩১শে আগস্ট দেশ থেকে ওয়াশিংটন তার বাহিনী প্রত্যাহার করার পর রবিবারের ড্রোন হামলাটি ছিল আফগানিস্তানে লক্ষ্যবস্তুুর অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পরিচিত আক্রমণ।

সূত্র: দন

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, বাহিনী প্রত্যাহারের ভাবনা সরকারের  

দেশটির পূর্বাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে কমপক্ষে ৩৬ জন নিহত হওয়ার পরে শান্তিরক্ষীদের উপস্থিতি পুনর্মূল্যায়ন করছে কঙ্গো সরকার।কঙ্গোর সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া মঙ্গলবার এক বিবৃতিতে জানান, কাসিন্দিতে মৃত্যুর পাশাপাশি পূর্বাঞ্চলীয় শহর গোমা, বুটেম্বো, উভিরা এবং কানিয়াবায়োঙ্গায় আরও কয়েকজন মারা গেছেন। তিনি আরও জানান যে সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় নাগরিক গোষ্ঠীগুলির সাথে আলোচনা করছে এবং ” জনতা একটি স্পষ্ট অনুরোধ করেছে: যে (জাতিসংঘ শান্তিরক্ষীরা) কঙ্গো ছেড়ে চলে যায়।”

গত ১ সপ্তাহ ধরে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এমওএনইউএসসিও (MONUSCO) এর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন চলছে।

সূত্র: এপি নিউজ

২. অর্থনীতি ও ব্যবসা

ভারতে ফাইভ-জি নিলাম: এশিয়ার দুই শীর্ষ ধনীর লড়াই

সাত দিন পর ফাইভ-জি তরঙ্গের জন্য ভারতের বৃহত্তম নিলাম শেষ হয়েছে, যা সম্ভবত এশিয়ার দুই শীর্ষ ধনী ব্যক্তি – গৌতম আদানি এবং মুকেশ আম্বানির মধ্যে ভারতের ডিজিটাল ভবিষ্যতের উপর আধিপত্যের লড়াইয়ের মঞ্চ তৈরি করেছে৷
নিলাম থেকে ভারত সরকার আম্বানির রিলায়েন্স-জিও, ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল – এবং নতুন প্রবেশকারী আদানি ডেটা নেটওয়ার্কের কাছ থেকে আনুমানিক ১৯ বিলিয়ন ডলার তুলেছে । রিলায়েন্স-জিও বিলিয়ন ডলার মূল্যের তরঙ্গ কিনে সবচেয়ে বড় ক্রেতা হিসাবে আবির্ভূত হয়েছে। অন্যদিকে আদানি গোষ্ঠী মাত্র ২৬ মিলিয়ন ডলার খরচ করে। বাকি নিলাম কিনে ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া৷

সূত্র: বিবিসি

মন্দার আশঙ্কায় তেল উৎপাদন সামান্য বাড়াবে ওপেক+

বৈশ্বিক মন্দার ফলে চাহিদা কমার আশঙ্কায় বিশ্বের তেল রপ্তানিকারী দেশগুলো সামান্য উৎপাদন বাড়াতে রাজী হয়েছে।

বুধবার তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক, রাশিয়াসহ তাদের সহযোগী দেশগুলো (সব মিলিয়ে যারা ওপেক প্লাস নামে পরিচিত) জানান তারা সেপ্টেম্বর মাসে বাড়তি ১০০,০০০ ব্যারেল উৎপাদন করবে।

হেজেল সেফতর, উড ম্যাকেনজীতে বৈশ্বিক তেল মজুদ বিষয়ক প্রবীণ গবেষক মন্তব্য করেন, “উৎপাদন বাড়াতে এটি মোট উৎপাদনের ক্ষুদ্র অংশ, এবং পূর্বের বাড়তির চেয়ে অনেক কম। তাই মোট মজুদে খুব কম পরিবর্তন আনবে।”

সূত্রঃ সিএনএন

৩.  পরিবেশ

হঠাৎ মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিতে বিস্মিত যুক্তরাজ্য

প্রথমবারের মত যুক্তরাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রী উপরে উঠে  ইতিহাস তৈরি করলো। বৈশ্বিক উষ্ণতার কারণে এটি হয়েছে বলে ধারণা নইলে তাপমাত্রা ২-৪ ডিগ্রী কম হওয়ার কথা। বিজ্ঞানীদের আশংকা যে এটি আরও বাড়তে থাকলে আরও ভয়াবহ পরিবর্তন হবে ।

লন্ডন ইম্পেরিয়াল কলেজের ডঃ ফ্রেইড্রারিক অটো যিনি ওয়ার্ল্ড ওয়েদার আ্যাট্রিবিউশন গ্রুপের প্রধান বলেছেন যে, আজকের এই উচ্চ তাপমাত্রা আসলেই বিরল। পূর্ব লন্ডনের ওয়েলিংটনে ঘরবাড়ি পুড়ে গিয়ে অনেক মানুষকে গৃহহীন করছে। বিজ্ঞানীদের আশংকা  এই উচ্চ তাপমাত্রা ধারাবাহিক ভাবে চলতে থাকলে উচ্চ তাপমাত্রা সহ্য করতে না পারায় বাসা, হসপিটাল, স্কুল ও পর্যটনের আরও ক্ষতি হবে ।

এই সমস্যার একমাত্র সমাধান হল পরিবেশে গ্রীনহউস গ্যাস নিঃসরন কমানো যেটা সরকার ২০৫০ সালের মধ্যে করার পরিকল্পনা নিয়েছে।

সূত্রঃ বিবিসি 

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top