সময়সীমা: ২৪ সেপ্টেম্বর – ৩০ সেপ্টেম্বর ২০২১
ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক ।
সম্পাদনায়: Mansib Khan, Mashrefa Tarannum, Musarrat Sarwar Chowdhury, Sabyasachi Karmaker, Samia Tahsin Hoque, and Farhan Uddin Ahmed.
১. অর্থনীতি ও ব্যবসা
বিপুল পরিমাণ ঋণ পরিশোধের জন্য ১.৫ বিলিয়ন ডলার সংগ্রহ করবে এভারগ্রান্ড
চীনা আবাসন নির্মাতা প্রতিষ্ঠান এভারগ্রান্ড কর্তৃপক্ষ তাদের মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংকের ১.৫ বিলিয়ন ডলার সমমূল্যের অংশ বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছে। গ্রাহক, বিনিয়োগকারী এবং সরবরাহকারীদের পাওনা মেটাতে হিমশিম খেয়ে তারা এই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।গত ২৯ সেপ্টেম্বর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এভারগ্রান্ডের শেয়ারের মূল্য প্রায় ১৬% বৃদ্ধি পেয়েছিল। কোম্পানিটি তাদের মালিকানাধীন শেংজিং ব্যাংকের প্রায় শতকরা ২০ ভাগ শেয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন শেনিয়াং শেংজিং ফাইন্যান্স ইনভেস্টমেন্ট গ্রুপের কাছে বিক্রি করবে।
সূত্র: BBC
২. রাজনীতি
বাইডেনকে আড়াই হাজার সেনা মোতায়েন রাখার পরামর্শ দেওয়া হয়েছিল: অভিমত আফগান জেনারেলদের।
আগস্ট মাসে সম্পূর্ণ মার্কিন সেনা প্রত্যাহারের আগে আফগানিস্তানে অন্তত ২৫০০ সেনা রাখার সুপারিশ করেছিলেন বলে দুই মার্কিন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলি এবং জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেঞ্জি কংগ্রেসকে জানিয়েছেন। কংগ্রেসে তাঁদের এই সাক্ষ্য প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক বক্তব্যের সাথে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট বাইডেন এ ধরনের পরামর্শের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছিলেন।
সুত্র: BBC
৩. গুরুত্বপূর্ণ করোনা আপডেট
আগামী ছয় মাসেও মুক্তি মিলছেনা করোনা থেকে: বিশেষজ্ঞদের মতামত
ইতিহাস পর্যালোচনা করে বিগত পাঁচটি বৈশ্বিক অতিমারীর সাথে তুলনা করে দেখা গেছে, কোভিড-১৯ বা করোনা অতিমারী ইতিহাসের সবচেয়ে মারাত্মক অতিমারী হিসেবে রুপ নিয়েছে। ইতোমধ্যেই কোভিড-১৯ এর দ্বিতীয় ও তৃতীয় ধাক্কা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী ছয় মাসের মধ্যেও এই অতিমারী থেকে মুক্তির সুযোগ নেই। গোটা বিশ্বের জনসংখ্যার অন্তত ৯০ থেকে ৯৫ ভাগ মানুষ টিকা নিয়ে কিংবা পূর্বে আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করলেই এই মহামারী নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন।
সূত্র: Bloomberg
৪. বিজ্ঞান ও প্রযুক্তি
১৩ বছর এবং এর কম বয়সী ব্যবহারকারীদের জন্য ইন্সটাগ্রাম অ্যাপের পরিশোধন কার্যক্রম সাময়িক স্থগিত করেছে ফেসবুক
১৩ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য তৈরি করা একটি ইনস্টাগ্রাম কিডস সার্ভিস তৈরির কার্যক্রম আপাতত স্থগিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ । সোশ্যাল নেটওয়ার্কটি তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে প্রায়ই প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এই সপ্তাহে ফাঁস হয়ে যাওয়া ফেসবুক অভ্যন্তরীণ গবেষণায় উঠে এসেছে যে কোম্পানিটি কিশোরী মেয়েদের উপর ইনস্টাগ্রামের ক্ষতিকারক মানসিক স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। তবে ফেসবুক কর্তৃপক্ষ এখনো শিশুদের বয়স উপযোগী কন্টেন্ট নিয়ে ইনস্টাগ্রাম কিডস চালু করতে আগ্রহী।
সূত্র: NYT
৫. গার্মেন্টস ও কৃষি
কৃষকদের ডাকে “ভারত বন্ধ” আন্দোলন : বিতর্কিত তিন আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত
ভারতে গত বছরের সেপ্টেম্বরে কৃষিখাত সংস্কারের লক্ষ্যে বিতর্কিত তিন আইন বাতিলের দাবিতে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশে সড়ক অবরোধ করেছে শত শত কৃষক। ইতিমধ্যে কৃষক ইউনিয়নগুলো ও সরকারের মধ্যে কয়েকদফা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত সঠিক কোনো সমাধান পাওয়া যায়নি। যদিও সরকার আশা দিয়েছে এই আইনের ফলে কৃষকদের আয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, কিন্তু কৃষক ইউনিয়ন্গুলোর নিকট এ আইন একেবারেই শোষণমূলক ও অন্যায় মনে হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তিন আইনকে ভারতীয় কৃষিব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে অ্যাখ্যা দিলেও, সাধারণ কৃষকরা মনে করছে এই আইনগুলোর দ্বারা তাদের বঞ্চনা পূর্বের চেয়ে বহুগুণ বেড়ে যাবে।
সূত্র: BBC
৬. সমাজ ও শিক্ষা
চীনের অসংখ্য পরিবারকে আর্থিক ঝুঁকির মুখে ফেলতে পারে এভারগ্রান্ড পরিস্থিতি
বেইজিং কর্তৃপক্ষ এভারগ্রান্ড ইস্যুতে কোন ধরনের হস্তক্ষেপ না করার ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। আবাসান শিল্পের এই মহীরুহ কোম্পানিটি সুদ পরিশোধের অনেকগুলো সুযোগ হাতছাড়া করেছে। এভারগ্রান্ড আদালতে দেউলিয়া ঘোষিত হলে সাধারণ ঋণগ্রহীতারা প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্ষতির সম্মুখীন হবে। চীনের পরিবারগুলো নিজেদের জন্য যে এপার্টমেন্ট বুকিং দিয়েছিল সেটিও হুমকির মুখে পড়তে পারে।
সূত্র: Bloomberg
৭. পরিবেশ
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের তীব্রভাবে উপহাস করলেন জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ
সম্প্রতি মিলানে অনুষ্ঠিত হওয়া তরুণদের জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্বনেতাদের তীব্রভাবে তিরষ্কার করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। নেতাদের দেওয়া বক্তব্যগুলোর পুনরাবৃত্তি করে তিনি মন্তব্য করেন, গত তিরিশ বছরে জলবায়ু সম্পর্কিত পদক্ষেপগুলো কেবলই ফাঁকা বুলি ও মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছু নয়। পরবর্তীতে জলবায়ু সম্পর্কিত ইতিবাচক পরিবর্তন সম্পর্কে আশাবাদী হয়ে গ্রেটা বলেন যে এটি আমাদের পক্ষে শুধু সম্ভবই নয়, অতীব জরুরিও বটে।
সূত্র: CNN
৮. বিশেষজ্ঞ মতামত
অদূর ভবিষ্যতে কৃত্রিম মাংসের ব্যবহার অবশ্যম্ভাবী মনে হলেও বিজ্ঞান বলছে ভিন্ন কথা- জো ফ্যাসলার
বর্তমানে যে ধরনের পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন আমরা হতে চলেছি, তাতে আমিষের চাহিদা মেটাতে গবেষণাগারে তৈরী কৃত্রিম মাংস একটি বাস্তব সমাধান মনে হলেও যথাযথ সঠিক প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত বিজ্ঞানীরা একে জনসাধারণের জন্য সহজলোভ্য করে দেওয়ার পক্ষপাতী নন। আমাদের এই বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত যে এই ঝুঁকি নিতে আমরা আদোও প্রস্তুত কিনা।
সূত্র: The Counter
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা করা হয়েছে। ইয়োথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য বা উপস্থাপনার জন্য দায়বদ্ধ নয়।