Week 4 of 2022 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা:  ২২তম জানুয়ারি – ২৮তম জানুয়ারি ২০২২   

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

সম্পাদনায়:  Adiba Tahsin, Anika Bushra, Redwan Reham এবং Farhan Uddin Ahmed.

১. রাজনীতি 

আফগানিস্তানে বড় ধরনের সাহায্য বৃদ্ধি, সম্পদ খারিজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান

বুধবার জাতিসংঘের প্রধান লাখ লাখ আফগানদের জন্য মানবিক সহায়তা ব্যাপকভাবে বাড়ানোর এবং প্রায় ৯ বিলিয়ন ডলারের সীমিত সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন যা আফগানিস্তানের অর্থনীতিকে পতনের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে পারে এবং ব্যাপকভাবে দেশত্যাগ প্রতিরোধ করতে পারে।

সূত্র: Business Standard

কংগ্রেসে বিভাজন তৈরি করতে মোদির পদক রাজনীতি

ভারতের রাজ্যসভায় প্রশংসায় ভরিয়ে দিয়ে যে কাজ শুরু করেছিলেন, গুলাম নবী আজাদকে পদ্মভূষণে সম্মানিত করে সেই লক্ষ্য হাসিলে আরও এক কদম এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার রাত থেকেই কংগ্রেসে শুরু হয়েছে নতুন উথালপাতাল। বিভাজন হয়েছে স্পষ্টতর।

কংগ্রেসে ‘জি–২৩’ গোষ্ঠী নামে ইতিমধ্যেই যাঁরা পরিচিত, বর্ষীয়ান কাশ্মীরি রাজনীতিক গুলাম নবী আজাদ তাঁদের অন্যতম। ২০২০ সালের আগস্ট মাসে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলে পূর্ণ সময়ের সভাপতি ও সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধি নিয়োগের দাবি জানিয়ে শতাব্দীপ্রাচীন দলে শোরগোল ফেলে দিয়েছিলেন ২৩ জন শীর্ষ নেতা। সেই থেকে ‘জি–২৩’ নামেই তাঁদের পরিচয়। গুলাম নবী আজাদ ওই ২৩ জনের অন্যতম। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার এই বিরোধী নেতার বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। হীনবল ও নড়বড়ে কংগ্রেসে তাঁকে কেন্দ্র করে সেই যে উথালপাতাল শুরু, পরবর্তী সময়ে তা ক্রমেই বেড়ে গেছে। সেই বিভাজনকে আরও উসকে দিতেই ৭৩ বছর বয়সী গুলাম নবী আজাদকে এবার জনসেবার জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত করল মোদি সরকার। আর সেই সঙ্গে প্রত্যাশিতভাবে কংগ্রেসে বিভাজন স্পষ্টতর হলো।

সূত্র: Prothom Alo

বাইডেনের মনোনয়ন: প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী বিচারক নুসরাত চৌধুরী

নুসরাত চৌধুরী একজন নাগরিক অধিকার আইনজীবী এবং আমেরিকান সিভিল লিবার্টিজ এর আইনি পরিচালক। তিনি ফেডারেল বেঞ্চের জন্য বিডেন কর্তৃক মনোনীত আটজন বিচারকের একজন। নির্বাচিত হলে তিনি হবেন প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিডেন বিভিন্ন পেশাদার ব্যাকগ্রাউন্ডের বিচারকদের বেছে নেওয়ার জন্য চাপ দিয়েছেন এবং অতীতের মার্কিন রাষ্ট্রপতিদের চেয়ে আরও বেশি পাবলিক ডিফেন্ডার বেছে নিয়েছেন।

সূত্র: The Daily Star

২. অর্থনীতি ও ব্যবসা

ওমিক্রনের জন্য যুক্তরাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি ১১ মাসের সর্বনিম্নে

পর্যটন শিল্পে ওমিক্রনের প্রভাব ফেলায় যুক্তরাজ্যের অর্থনীতি এক বছরের মধ্যে তার সর্বনিম্ন গতিতে বৃদ্ধি পেয়েছে।

সূত্র: The Guardian

মার্কিন ফেড সূদের হার বাড়ার পরিকল্পনায় এশিয়ার শেয়ারবাজারে পতন

উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা করার জন্য মার্চ মাস থেকে সুদের হার বৃদ্ধি করবে বলে জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। ব্যাপক প্রত্যাশিত এই পরিকল্পনেটি নিশ্চিত করার পরে এশিয়ার স্টক মার্কেটগুলি প্রায় ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে ।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রাজনৈতিক উত্তেজনা, সরবরাহ শৃঙ্খল সমস্যা এবং ক্রমবর্ধমান তেলের দাম নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ঋণের খরচ বৃদ্ধির সম্ভাবনায় আরও উদ্বিগ্ন।

সূত্রঃ The Guardian

৩. বিজ্ঞান ও প্রযুক্তি 

সরকারের করোনা মোকাবিলা কার্যক্রমকে শক্তিশালী করেছে মেটার ক্যাম্পেইন

২০২০ সালে কোভিড-১৯ মহামারী বিশ্বে আঘাত হানার পর থেকে, মেটা দুই বিলিয়ন লোককে স্বাস্থ্য কর্তৃপক্ষ সংস্থানগুলির সাথে সংযুক্ত করেছে এবং ফেসবুক এবং ইন্সতাগ্রাম -এ সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। কোম্পানিটি তাদের কোভিড-১৯ প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার এবং জাতীয় স্বাস্থ্য সংস্থাগুলিকেও সহায়তা করেছে এবং দেশে টিকা প্রদানে সহায়তা করেছে।

সূত্রঃ The Daily Star 

৪.  পরিবেশ 

জাতিসংঘ: রেকর্ডের সাতটি উষ্ণতম বছরের মধ্যে ২০২১

পরপর দুটি আবহাওয়ার ঘটনা “লা নিনা”র পরেও, ২০২১ সাল এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ আবহাওয়া অনুভব করেছে, জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউ এম ও) ।

সূত্রঃ The Daily Star

৫. করোনা সংবাদ 

অমিক্রন রোধে নতুন বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু মডার্নার

অমিক্রন রোধে করোনা টিকার আলাদা একটি বুস্টার ডোজ নিয়ে কাজ করছিল ওষুধ উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান মডার্না। এবার ডোজটির পরীক্ষামূলক প্রয়োগ শুরুর কথা জানিয়েছে তারা।

সূত্র: Prothom Alo

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top