সময়সীমা: ২২এ অক্টোবর – ২৮ম অক্টোবর ২০২১
ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক ।
সম্পাদনায়: Mansib Khan, Musarrat Sarwar Chowdhury, এবং Farhan Uddin Ahmed.
১. অর্থনীতি ও ব্যবসা
হার্টজ চুক্তির পর লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়াল টেসলা
যুক্তরাষ্ট্রের পঞ্চম কোম্পানি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের (১ ট্রিলিয়ন= ১ লাখ কোটি) মাইলফলক ছাড়িয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গতকাল সোমবার ইলন মাস্কের এই কোম্পানির শেয়ারের দর ১২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। মূলত মার্কিন গাড়িভাড়া কোম্পানি হার্টজের কাছে এক লাখ গাড়ি বিক্রি করার চুক্তি কারণে তরতর করে বাড়ে টেসলার শেয়ারের দর। আর এতে কোম্পানিটির বাজারমূল্য ছাড়িয়ে গেছে এক ট্রিলিয়ন ডলার। আলোচ্য জুলাই-সেপ্টেম্বর সময়ে টেসলার ১৬০ কোটি ডলারের নিট মুনাফা অর্জনের রেকর্ড করেছে। এই তিন মাসে কোম্পানিটির মোট বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ২ লাখ ৪১ হাজার ৩৯১টি।
সূত্র: বিজনেস ইনসাইদার , প্রথম আলো, প্রথম আলো
৯০০ কোটি ডলার মুনাফা করার সত্ত্বেও কেলেঙ্কারির মধ্যে ফেসবুক
বছরের তৃতীয় কোয়ার্টারে ৯ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে ফেসবুক । তবে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সামাজিক যোগাযোগমাধ্যমের। ফেসবুকের সাবেক এক কর্মী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিযোগ করে বলেন, মুনাফা করার ক্ষেত্রে ফেসবুক এর ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়টি মোটেও ভাবে না। অন্যদিকে ভারতীয় এক গবেষক ফেসবুকের গাণিতিক পরিভাষা (অ্যালগরিদম) বিশ্লেষণ করে এমনটাই দাবি করেছেন ভারতের মতো দেশে ভুয়া তথ্য, বিদ্বেষপ্রসূত বক্তব্য ও উসকানিমূলক কথাবার্তা ছড়ানোর এক ভয়ংকর হাতিয়ারে পরিণত হয়েছে।
সূত্রঃ বিবিসি, প্রথম আলো, প্রথম আলা
২. রাজনীতি
সুদান অভ্যুত্থান: সামরিক দখলের পর বিক্ষোভ অব্যাহত রয়েছে
সামরিক অভ্যুত্থানের পর সেনাশাসনের বিরোধিতায় রাজপথে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা । গতকাল সোমবার দেশটির সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন বহু মানুষ।
সেনা অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল–বুরহান বলেছেন, গৃহযুদ্ধ ঠেকাতেই গত সোমবার দেশটিতে ক্ষমতা নিয়েছে সশস্ত্রবাহিনী। সেনা অভ্যুত্থানের ফলে সুদানে ক্ষমতাচ্যুত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক নিরাপদে আছেন বলেও জানিয়েছেন জেনারেল বুরহান। তাঁকে নিরাপত্তার স্বার্থে জেনারেলের ব্যক্তিগত বাসভবনে রাখা হয়েছে। শিগগিরই হামদককে বাড়ি পাঠানো হবে বলেও জানিয়েছেন বুরহান।
সূত্র: বিবিসি , প্রথম আলো , প্রথম আলো
কোভিড নীতিমালার জন্য বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ আনার সুপারিশ ব্রাজিলের সিনেটের
কোভিড নীতিমালা নিয়ে ফেঁসে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। দেশটির সিনেট কমিটির তদন্তে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছে কমিটি। বলসোনারোর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে মানবতার বিরুদ্ধে অপরাধও রয়েছে। খবর এএফপির।
ব্রাজিলের সিনেটের ১১ সদস্যের প্যানেলের ৭ জন বলসোনারোর বিরুদ্ধে ভোট দেন। ব্রাজিলের করোনাভাইরাস মহামারি প্রতিক্রিয়া সম্পর্কে ছয় মাসের তদন্তের পর গত সপ্তাহে ফল প্রকাশ করা হয়। তদন্তে বলসোনারো ছাড়াও আরও ৭৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় বলসোনারোর তিন সন্তানও রয়েছে।
কমিটির নিজের অভিযোগ আনার ক্ষমতা নেই। অ্যাটর্নি জেনারেল বা নিম্নকক্ষের স্পিকার বা বলসোনারোর মিত্ররা তাঁর বিরুদ্ধে অভিশংসনের পথে হাঁটবে না।
তবে এই প্রতিবেদন দেশটির আগামী নির্বাচনে বলসোনারোর ওপর প্রভাব ফেলতে পারে। আর মানবতার বিরুদ্ধে অপরাধ হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সম্পর্কিত।
৩. বিজ্ঞান ও প্রযুক্তি
ফেসবুকের নতুন নাম ‘মেটা’
অবশেষে নাম পরিবর্তন হলো মার্ক জুকারবার্গের কম্পানি ফেসবুকের। জানা যাচ্ছে মার্ক জুকারবার্গের কোম্পানির নতুন নাম হচ্ছে ‘মেটা।
বৃহস্পতিবার ফেসবুক কানেক্ট অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি কনফারেন্সে নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। ফেসবুক, এখন মেটা নামে পরিচিত। একটি ভার্চুয়াল বিশ্বে কাজ করার এবং খেলার জন্য তার দৃষ্টিভঙ্গি বর্ণনা করার জন্য, সাই-ফাই শব্দের মেটাভার্সের উপর ভিত্তি করে নতুন মনীকার গ্রহণ করেছে।
কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, ফেসবুক ইনকরপোরেশনের আওতায় বর্তমানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক প্ল্যাটফর্ম রয়েছে, তাই মূল প্রতিষ্ঠানের নাম ফেসবুক হওয়া বাঞ্ছনীয় নয়। এ জন্য মূল প্রতিষ্ঠানের নামটি পরিবর্তন করা হয়েছে।
সূত্রঃ ফোরবস, কালের কণ্ঠ
৪. বিশিষ্ট
মধ্যমপন্থিদের বিরোধে বাইদেনের “বিলদ-ব্যাক-বেটার” বিল পাশ হওয়াতে হোঁচট
দুই ডেমোক্র্যাটিক সিনেটর, জো মানচিন এবং কিরস্টেন সিনেমা ৬ বিলিয়ন ডলার বিলকে কমিয়ে ১.৫ বিলিয়ন ডলারে এনেছে। এটি আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রাষ্ট্রে সরকারের ভূমিকা সম্পর্কে একটি বিতর্কের প্রতিনিধিত্ব করে – যারা সরকার আরও কিছু করবে বলে আশা করে এবং যারা কল্যাণমূলক রাষ্ট্র অনেক দূরে চলে গেছে বলে মনে করে তাদের মধ্যে।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইম্স
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।