Week 43 of 2021 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা: ২৯ম অক্টোবর –  ৪ঠা নভেম্বর ২০২১

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

সম্পাদনায়:  Mansib Khan, Sabyasachi Karamker, এবং Farhan Uddin Ahmed.

১. অর্থনীতি ও ব্যবসা

করপোরেট কর চুক্তিতে সম্মত হয়েছেন জি-২০ এর ক্ষমতাধর নেতারা

আন্তর্জাতিক ন্যূনতম করপোরেট কর চুক্তির বিষয়ে একমত হয়েছেন বিশ্বের ক্ষমতাধর দেশের নেতারা। গত শনিবার রোমে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগদানকারী সব নেতা বহুজাতিক কোম্পানিগুলোর ওপর বিশ্বের সর্বত্র ন্যূনতম ১৫ শতাংশ করপোরেট কর আদায়ে সম্মত হয়েছেন।

২০২৩ সাল থেকে এটি বাস্তবায়ন হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: The Guardian , প্রথম আলো

করোনা পরবর্তী মার্কিন অর্থনীতি গতিশীল হলেও সূচকগুলো উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্বের দিকে ইঙ্গিত করে

সরবরাহ-পার্শ্বের ধাক্কায় চীনা রপ্তানি সীমিত এবং প্রণোদনার ফলে আমেরিকান জনসংখ্যা কাজে ফিরে যেতে অনীহা প্রকাশ করায় স্থবিরতার আশঙ্কা দেখা দিয়েছে। কারখানার মালিকেরা ভবিষ্যদ্বাণী করেছেন যে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। অন্যদিকে নির্মাণ এবং সেবা শিল্পগুলোর গতিও কমে গেছে। এখন দেখার বিষয় শেয়ার বাজারে এত ডলার ঢালা প্রকৃত আশাবাদ বা অন্য বিনিয়োগ বিকল্পের অভাব প্রতিফলিত করে।

সূত্রঃ Bloomberg

২. রাজনীতি 

আফগানিস্তানে বিদেশি মুদ্রা নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানে বিদেশি কোনো মুদ্রার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। আফগান সরকারের নতুন এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশটির নড়বড়ে অর্থনীতি আরও সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

মঙ্গলবার তালেবানের মুখপাত্র অনলাইন পোস্টে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের সবাইকে সব ধরনের লেনদেন আফগানিতে (আফগানিস্তানের মুদ্রা) করতে নির্দেশ দেওয়া হচ্ছে।

এদিকে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা দিন দিন আরও সংকটের মধ্যে পড়ছে। তীব্র অর্থসংকট, খাবারের অভাব ও অভিবাসনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।

আফগানিস্তানে আফগানির পাশাপাশি মার্কিন ডলারের ব্যাপক চল রয়েছে।

সূত্র: বিবিসি , প্রথম আলো 

ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান দলের গ্লেন ইয়ংকিন বিজয়ী হয়েছেন, বাইডেনের জন্য ধাক্কা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর পদে নির্বাচিত হতে যাচ্ছেন রিপাবলিকান দলের প্রার্থী গ্রেন ইয়াংকিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অঙ্গরাজ্যটির সাবেক গভর্নর ডেমোক্রেটিক দলের টেরি ম্যাকালিফিকে পেছনে ফেলেছেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের এটাই সবচেয়ে বড় নির্বাচন, যেটায় ডেমোক্র্যাটদের হারিয়ে জয় নিশ্চিত করছেন রিপাবলিকানরা। স্থানীয় সময় আজ বুধবার ৯৫ শতাংশের বেশি ভোট গণনা হয়েছে। এতে রিপাবলিকান প্রার্থী গ্লেন ইয়াংকিন ২ দশমিক ৭ পয়েন্টে ডেমোক্র্যাট প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছেন।

সূত্রঃ The Guardian, প্রথম আলো

৩. বিজ্ঞান ও প্রযুক্তি

দ্য গ্রেট ফাইরওয়ালঃ মাইক্রোসফট এর লিঙ্কডইনএর পর ইয়াহু চীন থেকে সরে যাচ্ছে

কঠোর বিধিনিষেধের কারণে গুগল, ফেসবুক, ও টুইটার (অ্যাপেল এখনও নয়) চীন থেকে সরে যায়। এখন ইয়াহুও চীন থেকে তার পরিষেবা বন্ধ করে দিয়েছে । লিঙ্কডইন ও(যা ছিল পশ্চিমা বিশ্বের একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম যার জনপ্রিয়তা চিনের অন্যান্য মাধ্যমের বরাবর দেশটিতে) তার চীনা সংস্করণ বন্ধ করতে যাচ্ছে। বিগ টেক এর এই দুই পরাশক্তির মধ্যে এখন আরও দূরত্ব বেড়ে যাবে যা আগে যুক্তরাষ্ট্রতে ফ্যানগ (ফেসবুক, অ্যাপেল, আমাজন, নেটফ্লিক্স, গুগল) এর নিয়ন্ত্রন এবং বাইট (বাইদু, আলিবাবা, আইকুইই, টেনসেন্ট) ফেসবুক এর মেতাভারস বানানোর উদ্যোগের জন্য সৃষ্টি হয়।

সূত্রঃ Bloomberg

৪. পরিবেশ

নবায়নযোগ্য শক্তি, জলবায়ু পরিবর্তনের সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে কোপ-২৬ এ ঐতিহাসিক জোটের সূচনা

মঙ্গলবার কোপ-২৬ এ দ্য নিউ গ্লোবাল এনার্জি অ্যালায়েন্স ফর পিপল অ্যান্ড প্ল্যানেট (জিইএপিপি) এ চালু করা হয়েছে যাতে বিশ্বব্যাপী উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতিতে সবুজ শক্তির পরিবর্তন এবং নবায়নযোগ্য শক্তি সমাধানে বিনিয়োগ বৃদ্ধি পায়। আগামী দশকে, জোটের লক্ষ্য সরকারি ও বেসরকারি পুঁজিতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা এবং একই সাথে তিনটি গভীর মানবিক সমস্যা মোকাবেলা করা: (১) শক্তি – নির্ভরযোগ্য, নবায়নযোগ্য শক্তি এক বিলিয়ন মানুষের কাছে পৌঁছানো; (২) জলবায়ু – চার বিলিয়ন টন কার্বন নিঃসরণ এড়ানো; এবং (৩) চাকরি – ১৫০ মিলিয়ন চাকরি তৈরি করার সুযোগ তৈরি করা

সূত্র: PR Newswire

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top