Week 48 of 2021 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা: ৩রা ডিসেম্বর – ৯ম ডিসেম্বর ২০২১ 

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

সম্পাদনায়:  Redwan Reham এবং Farhan Uddin Ahmed.

১. শিরোনাম

অমিক্রন ঠেকাতে লাগবে টিকার বাড়তি ডোজ: ফাইজার, বাড়তি গবেষণার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার এক গবেষণায় দেখা গেছে অমিক্রনের বিরুদ্ধে ফাইজার ও বায়োএনটেকের টিকার দুটি ডোজ করোনার আগের ধরনগুলোর তুলনায় কম সুরক্ষা দেয় । তবে, বুধবার এক বিবৃতি প্রতিষ্ঠান দুটি জানিয়েছে করোনার অমিক্রন ধরনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা গড়ে তোলে ফাইজার ও বায়োএনটেকের টিকার বুস্টার ডোজ।

তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে যে এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও আরও গবেষণা প্রয়োজন। উল্লেখযোগ্য, করোনার অমিক্রন ধরন ৫৭টি দেশে শনাক্ত হয়েছে।

সূত্র: Health Policy Watch, প্রথম আলো 

২. অর্থনীতি ও ব্যবসা

মাত্র ১০ শতাংশ ধনীর হাতে বিশ্বের মোট সম্পদের ৭৬%

অসমতা বাড়ছে সারা পৃথিবীতে। আয়, সম্পদ, স্বাস্থ্যসেবা, শিক্ষা—সব খাতেই এই অসমতা দৃশ্যমান। সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক অসমতা প্রতিবেদন তথ্যানুসারে, ২০২১ সালে বিশ্বের মোট আয়ের ৫২ শতাংশই কুক্ষিগত হয়েছে পৃথিবীর শীর্ষ ১০ শতাংশ ধনী মানুষের হাতে। আর মধ্যম আয়ের বৈশ্বিক ৪০ শতাংশ মানুষের হাতে গেছে ৩৯ দশমিক ৫ শতাংশ আয়। এ ছাড়া নিম্ন আয়ের ৫০ শতাংশ মানুষের হাতে গেছে ৮ দশমিক ৫ শতাংশ বৈশ্বিক আয়। বৈশ্বিক সম্পদের ক্ষেত্রে এ বৈষম্য আরও বেশি। প্যারিস স্কুল অব ইকোনমিকসের তৈরি ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট বা বৈশ্বিক অসমতা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সূত্র: The Guardian, প্রথম আলো

৩. রাজনীতি 

জার্মানিতে ম্যার্কেল যুগের অবসান, ১৬ বছর পর নতুন সরকার

জার্মানিতে ১৬ বছর পর আঙ্গেলা ম্যার্কেল যুগের অবসান হলো। নতুন চ্যান্সেলর হলেন সামাজিক গণতন্ত্রী দলের নেতা ওলাফ শলৎজ। বার্লিনের পার্লামেন্ট ভবন বুন্ডেশটাগে ৭৩৬ জন সাংসদের মধ্যে ৭০৭ জন ভোট দেন। ওলাফ পান ৩৯৫ ভোট। নবম চ্যান্সেলর হতে তাঁর প্রয়োজন ছিল ৩৬৯ ভোট।

নতুন স্পিকার বারবেল বাসের স্বাগত বক্তব্যের পর আজ বুধবার সকালে পার্লামেন্ট অধিবেশনে চ্যান্সেলর নির্বাচন সম্পন্ন হয়। দেড় ঘণ্টার অধিবেশন শেষে নবনির্বাচিত চ্যান্সেলর ওলাফ শলৎজ বেলভিউ প্যালেসে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করেন। সেখানে নতুন চ্যান্সেলর হিসেবে তাঁর নির্বাচিত হওয়া ও নতুন সরকারে ১৬ জন মন্ত্রী নিয়োগে প্রেসিডেন্টের সম্মতি নেন তিনি। এরপর বিকেলের পার্লামেন্ট অধিবেশনে মন্ত্রীরা শপথ নেন।

সূত্র: BBC, প্রথম আলো 

৪. বিজ্ঞান ও প্রযুক্তি

সকল মাধ্যমে যুব সুরক্ষা নিয়ম রাখা জরুরী- ইনস্টাগ্রামের সিইও

মার্কিন সিনেট উপকমিটিকে ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মোসেরি কিশোর-কিশোরীদের উপর অ্যাপের ক্ষতিকারক প্রভাবগুলির বিষয়ে বলেছেন যে “তরুণদের অনলাইনে নিরাপদ রাখা শুধুমাত্র একটি কোম্পানির বিষয় নয়” এবং শিল্প-ব্যাপী সমাধানের আহ্বান জানান। তিনি ফোন পর্যায়ে বয়স যাচাইয়ের সরঞ্জামের জন্যও আহ্বান জানান।

সেপ্টেম্বরে ওয়াল স্ট্রিট জার্নাল দ্বারা তথ্য প্রকাশ পেলে মার্কিন সিনেট উপকমিটির সামনে ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মোসেরি এ কথা বলেন। ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে প্রকাশ হয় যে প্ল্যাটফর্মের সম্ভাব্য ক্ষতিকারক প্রভাব সম্পর্কে ইনস্টাগ্রামের শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল।

সূত্রঃ CBS News 

৫. পরিবেশ

দিল্লিতে বাইরের চেয়ে ঘরের বাতাস বেশি দূষিত: গবেষণা

ভারতের রাজধানী দিল্লিতে ঘরের ভেতরের বায়ু উদ্বেগজনকভাবে উচ্চমাত্রায় দূষিত বলে নতুন গবেষণায় জানা গেছে। গবেষণায় দেখা গেছে, বাতাসে থাকা ফুসফুসের জন্য ক্ষতিকর ক্ষুদ্র বস্তুকণা পিএম২.৫–এর পরিমাণ ঘরের বাইরের চেয়ে ঘরের অভ্যন্তরে ‘যথেষ্ট মাত্রায়’ বেশি।

২০১৮–২০ সালের মধ্যে গবেষণাটি করে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি)। আর্থসামাজিক অবস্থান বিবেচনায় নিয়ে দিল্লির কয়েক হাজার পরিবারের ওপর জরিপ চালানো হয়। তাতে দেখা যায়, ধনী–গরিবনির্বিশেষে সব পরিবারের মধ্যেই বায়ুদূষণের এমন মাত্রা দেখা গেছে।

ওই গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘরের ভেতরের অবস্থা এমন হওয়া সত্ত্বেও বায়ুদূষণ ঠেকাতে দিল্লির বেশির ভাগ পরিবারের কোনো আগ্রহ নেই।

সূত্র: Wio News, প্রথম আলো 

৬.  বিশিষ্ট 

সংযুক্ত আরব আমিরাতে সপ্তাহে অফিস সাড়ে চার দিন

আগামী বছর থেকে সপ্তাহে সাড়ে চার দিন অফিস চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশ। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেশী দেশ সৌদি আরবকে হটিয়ে অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিগত বছরগুলোতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিয়েছে আমিরাত। এর অংশ হিসেবে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সাপ্তাহিক ছুটির নতুন এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে দেশটি। শুক্রবার থাকবে অর্ধদিন ছুটি।

সূত্রঃ NPR, প্রথম আলো

 

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top