Week 50 of 2021 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা: ১৭তম ডিসেম্বর – ২৩তম ডিসেম্বর ২০২১ 

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

সম্পাদনায়:  Adiba Tahsin, Redwan Reham, Sabyasachi Karamker, এবং Farhan Uddin Ahmed.

১. করোনা সংবাদ 

অমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে থাকার ঝুঁকি তুলনামুলক কম- গবেষণা 

করোনাভাইরাসের অমিক্রন ধরনে আক্রান্ত রোগীদের হাসপাতালে থাকার ঝুঁকি ডেলটায় আক্রান্তদের তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম। লন্ডনের ইমপিরিয়াল কলেজের প্রকাশিত গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্সের।

যুক্তরাজ্যে ১ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পাওয়া পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা জানান, গবেষণা চলাকালে বিভিন্ন তথ্যের গড় পর্যবেক্ষণের ভিত্তিতে তাঁরা দেখেছেন, ডেলটার তুলনায় অমিক্রনে সংক্রমিত হলে হাসপাতালে থাকার ঝুঁকি কম থাকে।

স্কটল্যান্ড ও যুক্তরাজ্যের প্রাথমিক গবেষণার ফলাফল থেকেও এমন তথ্য জানা গেছে। স্কটিশ গবেষণার সহলেখক জিম ম্যাকমানামান বলেন, পর্যবেক্ষণ, পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে এই সুখবর দেওয়া যায় যে অমিক্রনে সংক্রমিত হলে হাসপাতালে থাকার ঝুঁকি কম।

সূত্র: ABC News, প্রথম আলো 

২. অর্থনীতি ও ব্যবসা

করারোপণের মন্দা ঠেকাতে বড় কোম্পানিগুলির জন্য ১৫% হার বসাবে ইউ

বহুজাতিক কোম্পানির উপর ১৫ শতাংশ কর অর্পণের প্রথম পদক্ষেপ ইইউ । বছরের শুরুতে বৈশ্বিক চুক্তির সাথে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ যেখানে হোয়াইট হাউস চুক্তিটিকে আইনে পরিণত করার প্রচেষ্টায় বাধাগ্রস্ত হচ্ছে। খসড়া নির্দেশিকা অনুযায় ৭৫ কোটি ইউরোর উপর যেসব বহুজাতিক কোম্পানি বা বড় ব্যবসা আয় করে, তাদের উপর ১৫ শতাংশ কর অর্পণ করা হবে যা এই বছরের শুরুতে ১৩৬টি দেশ এবং বিচারব্যবস্থা দ্বারা স্বাক্ষরিত একটি চুক্তি কার্যকর করে৷

সূত্র: The Guardian

ওমিক্রনের জন্য যুক্তরাজ্যে বড়দিন পূর্বক রেস্টুরেন্ট ব্যয়ে হ্রাস 

অক্সফোর্ড ইকোনমিক্স কনসালটেন্সি সংস্থার যুক্তরাজ্য অর্থনীতিবিদ অ্যান্ড্রু গুডউইন বলেছেন: “যদিও সরকার ক্রিসমাসের পরবর্তী আরও বিধিনিষেধ প্রবর্তনের সিদ্ধান্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, তবুও মনে হচ্ছে বৃহত্তর ভোক্তা সতর্কতা এবং কম ঘোরাফেরার কারণে যুক্তরাজ্যের জিডিপি ডিসেম্বরে কমবে।”

২০ ডিসেম্বরে শেষ হওয়া সপ্তাহে ডাইনের সিট সংখ্যা ১৪ শতাংশ কমে ২০১৯ সালের একই সপ্তাহের ৮৮ শতাংশে নেমেছে।

সূত্রঃ The Guardian 

৩. রাজনীতি 

হংকংয়ের ‘পিলার অব শেম’ উপড়ে ফেলা হলো

বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে একটি ভাস্কর্য ছিল হংকং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। বুধবার রাতে সেই ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে।

১৯৮৯ সালে চীনা কর্তৃপক্ষের হাতে নিহত গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের স্মরণে স্তূপকৃত লাশের মূর্তি দিয়ে ‘পিলার অব শেম’ নামের এই ভাস্কর্যটি তৈরি করা হয়। তিয়ানআনমেন স্কয়ারে বেইজিংয়ের চালানো সেই হত্যাযজ্ঞ নিয়ে হংকংয়ে যে কয়েকটি স্মারক অবশিষ্ট রয়েছে তার একটি এই শিল্পকর্ম।

বেইজিং সম্প্রতি হংকংয়ে তার শাসনের বিরোধিতাকারীদের দমনের পদক্ষেপ নিয়েছে।

সূত্র: BBC, প্রথম আলো 

‘পশ্চিমা বিশ্ব মিসাইল নিয়ে দোরগোড়ায় আসার’ অভিযোগ করে পুতিন, ইউক্রেনের পদক্ষেপে ‘তেজস্ক্রিয় ছাই’তে পরিণত হওয়ার হুঁশিয়ার 

পশ্চিমা দেশগুলো “ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার দোরগোড়ায় আসার” অভিযোগ করে ভ্লাদিমির পুতিন । তিনি ইউরোপে ন্যাটোর অধিকতর সম্প্রসারণের বিরোধিতা পুনর্ব্যক্ত করে।

ইউক্রেনের উপর উত্তেজনা কমাতে রুশ রাষ্ট্রপতি কোন পদক্ষেপ নেই নাই। বরং, একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে বক্তৃতায় বলে তিনি পদক্ষেপ নিবে যদি ইউক্রেন বা তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার সমর্থকদের ওপর আক্রমণ করে ।

সূত্রঃ The Guardian 

৪. বিজ্ঞান ও প্রযুক্তি

প্রস্তর যুগের সমাধি থেকে পুনর্নির্মিত বিশ্বের প্রাচীনতম ফ্যামিলি ট্রি

ইংল্যান্ডের কটসওল্ডস-সেভর্ন অঞ্চলের হ্যাজলেটন নর্থ লং স্তূপে সমাহিত ৩৫ জনের হাড় ও দাঁত থেকে ডিএনএ বের করেছেন গবেষকরা।

আবিষ্কারগুলি প্রস্তর যুগের সর্বশেষ সময়কাল নিওলিথিক সময়ে আত্মীয়তা এবং সমাধি প্রথা সম্পর্কে আকর্ষণীয় নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে। “সমাধির চমৎকার ডিএনএ সংরক্ষণ এবং প্রাচীন ডিএনএ পুনরুদ্ধার ও বিশ্লেষণে সর্বশেষ প্রযুক্তির ফলে আমরা এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন ফ্যামিলি গাছ পুনর্গঠন করতে পেরেছি এবং তা বিশ্লেষণ করে এই প্রাচীন গোষ্ঠীগুলির সামাজিক কাঠামো সম্পর্কে গভীর কিছু জানতে পেরেছি।

গবেষণা অনুসারে সমাধিটি ব্যবহার করার অধিকার পিতৃতান্ত্রিক পরিচয়ের মধ্য দিয়ে চলেছিল, তবে ব্যক্তিদের উত্তর বা দক্ষিণ প্রকোষ্ঠে সমাহিত করা হয়েছিল কিনা তা নির্ভর করতো তাদের প্রথম প্রজন্মের নারী পূর্বপুরুষের উপর।

গবেষকরা জানান, উপরুক্ত তথ্য ইঙ্গিত দেয় যে উত্তর হ্যাজলটন সম্প্রদায়ে প্রথম প্রজন্মের নারীরা সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ ছিল এবং নিওলিথিক আত্মীয়তা ও প্রস্তর যুগের সমাধি চর্চায় বংশের তাৎপর্যের উপর কিছু আলোকপাত করতে সাহায্য করে ।

সূত্রঃ CNN

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top