Week 51 of 2021 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা: ২৪তম ডিসেম্বর – ৩০তম ডিসেম্বর ২০২১  

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

সম্পাদনায়:  Redwan Reham, Sabyasachi Karamker, এবং Farhan Uddin Ahmed.

১. করোনা সংবাদ 

অমিক্রনে শিশুদের হাসপাতালে ভর্তি বাড়ছে নিউইয়র্কে

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শিশুদের হাসপাতালে ভর্তির হার বাড়ছে। নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও সিএনএন-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করায় এ ভাইরাস শনাক্তে যথেষ্ট পরিমাণে পরীক্ষা হচ্ছে না। এ সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউস। গতকাল রোববার এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর নিউইয়র্কে শিশুদের হাসপাতালে ভর্তির এমন তথ্য এল। এদিকে যুক্তরাষ্ট্রে যে করোনা পরীক্ষার সংকট দেখা দিয়েছে, তা স্বীকার করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। আগামী মাসে এই সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি বলেন, জানুয়ারি মাস শুরু না হওয়া পর্যন্ত সবার জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব হবে না। এখনো বেশ কিছু সমস্যা রয়েছে, এর কারণে করোনা পরীক্ষা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সূত্র:  CNN, প্রথম আলো 

২. অর্থনীতি ও ব্যবসা

অমিক্রনের প্রভাব: তেলের দামে এখনো প্রভাব পড়েনি

অক্টোবরের শেষ নাগাদ জ্বালানির দাম ৮৩ ডলারে উঠে যায়। গতকাল এই প্রতিবেদন লেখার সময় দাম ছিল প্রায় ৭৯ ডলার—পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। বিষয়টি হলো, করোনাভাইরাসের অমিক্রন ধরনের প্রভাবে পশ্চিমা দেশগুলোতে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে শঙ্কা ছিল, জ্বালানির দাম আবার কমতে শুরু করবে; কিন্তু বাস্তবে তা হয়নি।

অমিক্রনের কারণে যে বিধিনিষেধ আরোপিত হয়েছে, তাতে জ্বালানির সরবরাহ ব্যাহত হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, তেলক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনটি তেল উত্তোলনকারী কোম্পানি ইতিমধ্যে আন্তর্জাতিক খদ্দেরদের কাছে দায়মুক্তি চেয়েছে।

সূত্র: Reuters, প্রথম আলো 

মার্কিন অর্থনীতিতে নতুন উদ্বেগ শ্রমিকসংকট

করোনাভাইরাস মহামারির প্রায় দুই বছর হতে চলল। শুরুতে ধাক্কা খেলেও যুক্তরাষ্ট্র পরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। সেখানে বেকারত্বের হার এখন আর অত বেশি নয়। মোদ্দা কথা, বেকারত্বের সঙ্গে তারা আর লড়াই করছে না। তবে এক সমস্যা যায়, আরেক সমস্যা আসে। সেটা হলো, শ্রমিক ঘাটতি। এটাই এখন বড় সমস্যা হিসেবে দাঁড়িয়ে গেছে।

অর্থনীতিবিদেরা বলছেন, এই শ্রম ঘাটতির কারণে দেশটিতে চাহিদার বিপরীতে ব্যবসা কার্যক্রম পরিচালনা কঠিন করে তুলেছে। বাজারের বাইরে থাকা এসব মানুষকে পুনরায় কর্মক্ষেত্রে ফিরিরে আনতে ঠিক আরও কত সময় লাগবে, তা নিয়েও আছে সংশয়।

সূত্রঃ CNN, প্রথম আলো

৩. রাজনীতি 

মিয়ানমারে সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীর পোড়া মরদেহ উদ্ধার

মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় নিজেদের দুজন কর্মীর নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। জান্তাবিরোধী অন্যতম বৃহৎ গোষ্ঠী কারেন ন্যাশনাল ডিফেন্সের একজন কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘শিশু, নারী, বৃদ্ধ মানুষজনের বিভিন্ন আকারের মরদেহ দেখে আমরা মারাত্মকভাবে হতবাক হয়ে গিয়েছিলাম।’

গত ফেব্রুয়ারির প্রথম দিনে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের পর থেকে দেশজুড়ে জান্তাবিরোধী গণবিক্ষোভ শুরু হয়। দেশজুড়ে জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর নিরাপত্তা বাহিনীর হাতে শিশু ও নারীসহ দেশটির শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।

সূত্র:  The Guardian , প্রথম আলো 

সবচেয়ে পুরোনো মানবাধিকার সংগঠন বন্ধে রাশিয়ার আদালতের নির্দেশ

রাশিয়ার সবচেয়ে পুরোনো মানবাধিকার সংগঠন ‘ইন্টারন্যাশনাল মেমোরিয়াল’ বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন আদালত।

সোভিয়েত যুগে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যারা কারাভোগ করেছিলেন অথবা যারা বিচারের মুখোমুখি হয়েছিলেন, এমন লাখো মানুষের স্মৃতি উদ্ধারে কাজ করে ইন্টারন্যাশনাল মেমোরিয়াল। তবে আদালতের কৌঁসুলি আলেক্সি জাফিয়ারভ সংগঠনটিকে ‘জনসাধারণের জন্য হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন। এ ছাড়া তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের যে ‘সুবর্ণ অতীত’ রয়েছে তা তুলে না ধরে সেই সময়ের অপরাধগুলো তুলে ধরছে ইন্টারন্যাশনাল মেমোরিয়াল। আর এই কাজটি তারা করছে পশ্চিমাদের স্বার্থে।

এর আগে সংগঠনটিকে ‘বিদেশিদের দালাল’ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছিল। বিদেশিদের কাছ থেকে তহবিল সংগ্রহের কারণে ২০১৬ সালে প্রতিষ্ঠানটিকে এই তকমা দেওয়া হয়েছিল।

সূত্রঃ BBC, প্রথম আলো

৪. বিজ্ঞান ও প্রযুক্তি

গোপনতা মামলায় আদালতে জেরার মুখে পড়তে যাচ্ছেন সুন্দর পিচাই

ক্রোম ব্রাউজারের ‘ইনকগনিটো’ মোড ব্যবহারের সময় গুগল বেআইনিভাবে ব্যবহারকারীর কর্মকাণ্ডের উপর নজর রাখে– এমন অভিযোগে মামলা করেছিলেন এক ব্যবহারকারী। ওই মামলার বাদীপক্ষ অ্যালফাবেট প্রধান সুন্দার পিচাইকে সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত জেরা করতে পারবেন বলে সিদ্ধান্ত টেনেছে ক্যালিফোর্নিয়ার আদালত। গুগলের ক্রোম ব্রাউজার “প্রাইভেট” মোডে থাকলেও প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর কর্মকাণ্ডের উপর নজর রেখে বেআইনিভাবে ব্যক্তিগত গোপনতা লঙ্ঘন করেছে– এই অভিযোগে ক্যালিফোর্নিয়ার আদালতে ওই ব্যবহারকারী মামলা করেন ২০২০ সালে জুন মাসে। বাদীপক্ষের দাবি, ক্রোম ব্রাউজার এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনতা লঙ্ঘন প্রসঙ্গে “ব্যক্তিগতভাবে” কিছু বিষয়ে অবহিত ছিলেন অ্যালফাবেট প্রধান সুন্দার পিচাই। তাই পিচাই-কে আদালতের সামনে জেরা করার সুযোগ চেয়ে আবেদন করেছিলেন বাদীপক্ষের আইনজীবীরা, আর তাতেই সায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার আদালত।

সূত্রঃ Reuters  , BDNews24.com

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top