সময়সীমা: ১২তম ফেব্রুয়ারি – ১৮তম ফেব্রুয়ারি ২০২২
ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক ।
সম্পাদনায়: Anika Bushra, Redwan Uz Zaman Reham, এবং Farhan Uddin Ahmed.
১. রাজনীতি
এক দশক পর মালি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ফ্রান্সের
প্রায় এক দশক পর আফ্রিকার দেশ মালি থেকে ফ্রান্স এবং এর আফ্রিকান ও ইউরোপিয়ান মিত্রদের সেনা প্রত্যাহারের ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ২০১৩ সালে ফরাসি সেনারা দেশটিতে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। তবে আফ্রিকার দেশ মালিতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করতে নারাজ মাখোঁ।
সূত্র: Al-Jazeera, প্রথম আলো
পৌর নির্বাচনেও মমতার জোয়ার
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন এবং কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনের পর এবার বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পৌর করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ১৪ ফেব্রুয়ারি এ নির্বাচনের ফল ঘোষিত হয়।
এর মধ্য়ে বিধাননগর, চন্দননগর, আসানসোলে গতবারও জিতেছিল তৃণমূল। তবে এবার নতুন করে শিলিগুড়ি দখল করেছে দলটি।
সবশেষ খবর অনুযায়ী, আসানসোলের ১০৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৮২টি, বিজেপি ৬টি, কংগ্রেস ৩টি ওয়ার্ডে জয়ী বা এগিয়ে। শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৭টি, বিজেপি ৫টি, বামফ্রন্ট ৪টি ও কংগ্রেস ১টি আসনে জয়ী বা এগিয়ে।
বিধাননগর করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৯টি, কংগ্রেস ১টি ও অন্য দল ১টি ওয়ার্ডে জয়ী। চন্দননগর পৌর করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩১টি ও বামফ্রন্ট ১টি ওয়ার্ডে জয়ী।
তৃণমূলের জয়ের পর দলটির নেতাকর্মী–সমর্থকরা উৎসবে মেতে উঠেছে। এই জয়ের পর টুইটে করে জয়ী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এই টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আরও একবার মা-মাটি-মানুষের বিপুল জয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে শুভেচ্ছা। পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর ভরসা ও বিশ্বাস রাখার জন্য অভিনন্দন। উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
সূত্রঃ The Daily Star
২. অর্থনীতি ও ব্যবসা
অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছুঁই ছুঁই
করোনার তৃতীয় ঢেউ খুব বেশি দূরে যেতে পারেনি। সারা বিশ্বেই ধীরে ধীরে শিথিল হচ্ছে বিধিনিষেধ। অর্থনৈতিক কাজকর্মে গতি আসায় জ্বালানির চাহিদাও বাড়ছে। কিন্তু বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে। এই প্রতিবেদন লেখার সময় ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৯৫ ডলারে পৌঁছে গেছে।
বিশ্বজুড়ে তেলের চাহিদা বৃদ্ধির ইঙ্গিত থাকলেও সেই হারে তেলের জোগান বাড়ানোর বার্তা এখনো দেয়নি তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক। সীমিত হারে উৎপাদন বৃদ্ধির পূর্বঘোষণাই কার্যকর করেছে তারা। এর মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের আবহে আন্তর্জাতিক ভূরাজনৈতিক ক্ষেত্রে সংশয়ের মাত্রা কেবল বাড়ছে। তার জেরে তেলের জোগান ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল।
ভারতে মূল্যস্ফীতি ৬ শতাংশ পেরিয়েছে
দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, প্রধানত খাদ্যপণ্যের দাম বাড়ায় জানুয়ারি মাসে ভারতের মূল্যস্ফীতি ৬ শতাংশ পেরিয়ে গেছে—সাত মাসে সর্বাধিক। পাইকারি বাজারে অবশ্য ডিসেম্বরের থেকে জানুয়ারিতে সামান্য কমে ১২ দশমিক ৯৬ শতাংশ হয়েছে। তবে সেখানেও বেড়েছে খাদ্যপণ্যের দাম। ভারতে পাইকারি মূল্যস্ফীতি এ নিয়ে টানা ১০ মাস ১০ শতাংশের ওপরে থাকল।
সূত্রঃ Economic Times, প্রথম আলো
৩. বিজ্ঞান ও প্রযুক্তি
ইতিহাসের প্রথম নারী রোগী হিসেবে এইচআইভি ভাইরাস থেকে মুক্তিলাভ
লিউকেমিয়ায় আক্রান্ত এক মার্কিন রোগীর দেহে অন্য একজনের স্টেম সেল ট্রান্সপ্লান্ট করার মাধ্যমে তাকে এইচআইভি মুক্ত করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
এইচআইভি মুক্ত হওয়া প্রথম নারী এবং তৃতীয় ব্যক্তি তিনি। প্রাকৃতিকভাবে এইডস সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী এক ব্যক্তির দেহ থেকে স্টেম সেল নিয়ে তার দেহে প্রতিস্থাপন করা হয়।
ডেনভারে রেট্রোভাইরাস অ্যান্ড অপরচ্যুনিস্টিক ইনফেকশন এর সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, তার কেসের ফলে এইচআইভি চিকিৎসায় নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। অ্যাম্বিলিক্যাল কর্ডের রক্তের মাধ্যমে তার চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি মূলত তীব্র মাইলয়েড লিউকেমিয়াতে আক্রান্ত। এই রোগের চিকিৎসার জন্য কর্ড রক্ত গ্রহণ করার পর থেকে ১৪ মাস ধরে তিনি ভাইরাসমুক্ত ছিলেন বলে জানা গেছে।
তবে, মিশ্র জাতির মানুষের দেহে এইচআইভি মুক্তির ঘটনা এবারই প্রথম।
এর আগে আরও দুজন পুরুষ এই মরণঘাতি ভাইরাস থেকে মুক্তি পান। তাদের মধ্যে একজন ছিলেন শ্বেতাঙ্গ ও আরেকজন ছিলেন ল্যাটিনো।
সূত্রঃ BBC
৪. পরিবেশ
নদীতে ফার্মাসিউটিক্যালস বিশ্ব স্বাস্থ্যের জন্য হুমকি
ওষুধ এবং ফার্মাসিউটিক্যাল পণ্যের কারণে বিশ্বের নদীগুলোর দূষণ পরিবেশ ও বিশ্ব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।
আজ মঙ্গলবার বিবিসি জানায়, নদীর পানিতে ব্যাপকহারে প্যারাসিটামল, নিকোটিন, ক্যাফেইন এবং মৃগীরোগ ও ডায়াবেটিসের ওষুধের উপস্থিতি পেয়েছে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
সূত্রঃ The Guardian, The Daily Star
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।