ইয়ুথ ম্যানিফেস্টো - তারুণ্যের ইশতেহার

বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনে ম্যানিফেস্টো বা ইশতেহার ভোটার আকর্ষনে একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। জনগনের বিভিন্ন দাবি-দাওয়া বিবেচনায় নিয়ে নির্বাচনকে সামনে রেখে প্রতিটি দল তাদের ইশতেহার প্রকাশ করে। এই ইশতেহারগুলোতে ভোটাররা কি চায় এবং দলগুলোর দৃষ্টিতে কী গুরুত্বপূর্ন তার প্রতিফলন দেখা যায়। দীর্ঘ পরিকল্পনা ও সচেতনতার সাথে যাচাই-বাচাই এর পর দলগুলো এই ইশতেহারগুলো প্রস্তুত করলেও বেশ কিছু অসঙ্গতি রয়ে যায়, যার মধ্যে তরুণদের দাবি-দাওয়ার প্রতিফলিত না হওয়া একটি বড় ধরনের অসঙ্গতি।

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী কর্মকান্ড শুরু করেছে এবং এর অংশ হিসেবে দলগুলো শীঘ্রই তাদের ইশতেহার প্রকাশ করবে। তবে প্রতিবারের মতো এবারও তরুণদের দাবিগুলো যাতে অবহেলিত না রয়ে যায় তা নিশ্চিত করতে ওয়াইপিএফ এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে উদ্যোগ নিয়েছে তরুনদের চাহিদাগুলো সম্পর্কে জানতে। অনলাইন এবং অফলাইন জরিপের ভিত্তিতে তরুনরা কি চায় তা চিহ্নিত করে আমরা তুলে ধরবো বাংলাদেশের প্রধান দলগুলোর কাছে যাতে তারা তাদের নির্বাচনী ইশতেহার এ তরুণদের দাবিগুলোকেও স্থান দিতে পারেন।

প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে যদি আপনার দাবিগুলোর প্রতিফলন দেখতে চান তাহলে এখনি আমাদের জরিপে অংশ নিন। 

ইশতেহারনামা

ইশতেহার কি এবং কেনো?

ইশতেহার কি এবং এটি কেনো এতো গুরুত্বপূর্ন একটি উপকরন? জানতে দেখুন এই ওয়েবপেইজটি!

দেশ-বিদেশের ইশতেহার

আমাদের দেশের ইশতেহারগুলো কেমন হয়? অন্যান্য দেশের ইশতেহারও কি আমাদের গুলোর মতোই হয়?

ইশতেহার সম্পর্কিত কুইজ

ইশতেহার নিয়ে কতোটুকু জানাশোনা আছে তা যাচাই করে নিন সহজ এই কুইজটিতে অংশগ্রহন করে!

শেয়ার করুন!
Scroll to Top