সময়সীমা: ২রা এপ্রিল – ৮ম এপ্রিল, ২০২২
ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক ।
১. রাজনীতি
সুপ্রিম কোর্টে ইমরান পরাস্ত, শনিবার অনাস্থা ভোট
গত ৩ এপ্রিল, পাকিস্তানের রাজনীতিতে ঘটে যায় লঙ্কাকাণ্ড। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এনেছিল অনাস্থা প্রস্তাব, যার ওপর ভোটাভুটি সেদিন বাতিল করেন জাতীয় পরিষদের নিম্নকক্ষের ডেপুটি স্পিকার কাশিম সুরি। এরপর ইমরানের পরামর্শে জাতীয় পরিষদ (পার্লামেন্ট) ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এসব সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চের পাঁচ জনই এ রায়ের পক্ষে ভোট দেন। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) রায় ঘোষণা করা হয়। আদালত প্রেসিডেন্ট আলভির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ‘অবৈধ’ ঘোষণার পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার মন্ত্রিপরিষদকে পুনর্বহাল করেছেন। দেশটির গণমাধ্যম দ্য নিউজে আদালতের রায় উদ্ধৃত করে বলা হয়, “প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শদানের অধিকার ছিল না প্রধানমন্ত্রীর, তাই এপর্যন্ত নেওয়া সকল সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হলো।
রায়ের প্রেক্ষিতে আগামী শনিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় পরিষদের পুনঃঅধিবেশনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা ভোটের বিষয়টির সমাধান ছাড়া অধিবেশন স্থগিত রাখা সম্ভব নয়। অর্থাৎ, ওইদিন অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। রায় ঘোষণার সময় পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বলেছেন, কেবল জাতীয় স্বার্থ ও বাস্তবিক সম্ভাবনা মাথায় রেখেই আদালত তার সিদ্ধান্ত নেয়। এসময় তিনি ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে ‘প্রিমা ফ্যাসি’ ও সংবিধানের ৯৫নং অনুচ্ছেদের লঙ্ঘন বলে একে অসাংবিধানিক বলে ঘোষণা করেন। সর্বোচ্চ আদালতের পাঁচ সদস্যের বর্ধিত বেঞ্চের প্রধান বিচারপতি বান্দিয়ালের সাথে আরো ছিলেন, বিচারক মুনিব আখতার, বিচারক আইজাউল আহসান, বিচারক মাজহার আলম ও বিচারক জামাল খান মান্দোখেল। উল্লেখ্য, ডেপুটি স্পিকার ও প্রেসিডেন্টসহ ইমরান খানের কর্মকাণ্ডকে ‘অসাংবিধানিক’ উল্লেখ করে গত ৩ এপ্রিলই সুপ্রিম কোর্টে সুয়োমোটো মামলা করা হয়।
সূত্র: TBS
রাশিয়ার জ্বালানি রপ্তানির উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা
ইইউর নেতাদের শীঘ্রই রাশিয়ার সমস্ত হাইড্রোকার্বন রপ্তানি অনুমোদন করতে হবে কারণ তারা ইউক্রেনে আবিষ্কৃত “যুদ্ধাপরাধ” এর জন্য মস্কোকে দায়ী করেছে। রাশিয়ার তেল, গ্যাস এবং কয়লা রপ্তানি হল এর বৈদেশিক আয়ের মূল উৎস এবং এর প্রধান গ্রাহক ইইউর দেশগুলি। কিন্তু ইউক্রেনের উপর রুশ বর্বরতার রিপোর্ট অনুসরণ করে ইইউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করে।
সূত্রঃ The Daily Star
২. অর্থনীতি ও ব্যবসা
নতুন গভর্নর পাচ্ছে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়ে একে একে পদত্যাগ করছেন দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা। গণবিক্ষোভের মুখে পড়ে গতকাল সোমবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্দ কাবরাল পদত্যাগ করেন। একই পদে নতুন নিয়োগ পেতে যাচ্ছেন পি নন্দলাল বীরা সিংহে।
সূত্র: প্রথম আলো
তেলের মজুদ ছাড়ার নির্দেশ বাইডেনের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উচ্চ জ্বালানির খরচ কমাতে মার্কিন মজুদ থেকে তেল ছাড়ার নির্দেশ দিয়েছেন। তিনি কোম্পানীগুলিকে সরকারের কাছ থেকে লীজকৃত জমিতে তেলের কূপ ব্যবহার না করলে অতিরিক্ত অর্থ প্রদানের আহ্বান জানান এবং সেইসাথে সবুজ শক্তির উৎস গ্রহণের গতি বাড়াতে বিনিয়োগের জন্য আহ্বান জানান। বাইডেন মার্কিন উৎপাদন বাড়ানোর জন্য আরও পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে মজুদ ছাড় “বছরের শেষ পর্যন্ত যখন অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পাবে তখন পর্যন্ত [একটি] সেতু হিসাবে কাজ করবে”।
সূত্রঃ BBC
৩. বিজ্ঞান ও প্রযুক্তি
টুইটারের বড় অংশীদার এখন ইলন মাস্ক
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের বৃহত্তম শেয়ারহোল্ডার হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার সিইও মাস্ক গত ১৪ মার্চ টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা নথি অনুসারে, ইলন মাস্ক প্রায় টুইটারের প্রায় সাড়ে সাত কোটি শেয়ার কিনেছেন। টুইটারের বৃহত্তম শেয়ারহোল্ডার হওয়ার কয়েক ঘণ্টা পর টেসলা ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক সোমবার (৪ এপ্রিল, ২০২২) একটি পোস্ট করেছেন। ব্যবহারকারীদের জিজ্ঞাসা করেছেন যে তাঁরা মাইক্রো-ব্লগিং সাইটে একটি এডিট বোতাম চান কি না। ইলন মাস্কের এই টুইটের পর টুইটারের সিইও পরাগ আগারওয়াল ব্যবহারকারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ‘সতর্কতার সঙ্গে ভোট দিন।’ বহুল প্রতীক্ষিত এই ফিচারের জন্য ইতিমধ্যে ৭৪ দশমিক ৪ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। ভোটে অংশ নিয়েছেন ১৭ লাখের বেশি টুইটার ব্যবহারকারী। গত সপ্তাহে আরও একটি ভোটে ইলন মাস্ক জানতে চান, টুইটারের অ্যালগরিদম ওপেন সোর্স রাখা উচিত কি না। সে ভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ৮২ শতাংশ ভোট পড়ে। গত ২৬ মার্চ ইলন মাস্ক টুইট বার্তায় জানান, তিনি নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির বিষয়টি ‘গুরুত্বসহকারে ভাবছেন’। ইলন মাস্ক টুইটারের সমালোচনা করে বলেন, এই প্ল্যাটফর্ম বাক্স্বাধীনতা নিশ্চিত করতে পারে না। গণতন্ত্র নিয়েও টুইট করেন ইলন মাস্ক। গত মাসেই আরেক টুইটে ব্যবহারকারীদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কি মুক্ত বাকের সহায়ক। তাঁর মত, কার্যকর গণতন্ত্রের জন্য মুক্ত বাক্ জরুরি। এরপর তাঁর জিজ্ঞাসা, ‘আপনারা কি মনে করেন, টুইটার কি এই নীতি অক্ষরে অক্ষরে মেনে চলেন?’তাঁর আরও জিজ্ঞাসা, ‘নতুন প্ল্যাটফর্ম কি প্রয়োজন?’
সূত্রঃ প্রথম আলো
প্রথমবারের মতো মানুষের ফুসফুসে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে
ইউনিভার্সিটি অফ হাল এবং হাল ইয়র্ক মেডিক্যাল স্কুলের গবেষকরা ফুসফুসের গভীরতম অংশে মাইক্রোপ্লাস্টিকও খুঁজে পেয়েছেন, যা আগে শ্বাসনালী সংকীর্ণ হওয়ার কারণে অসম্ভব বলে মনে করা হয়েছিল। এটি প্রথমবারের মতো মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের প্রমাণ আবিষ্কৃত হয়নি, তবে জীবিত মানুষের মধ্যে এটি প্রথমবারের মতো মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
সূত্রঃ The Daily Star
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।