সময়সীমা: ৪ জুন – ১০ জুন , ২০২২
ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক ।
১. রাজনীতি
রুশ বাহিনীর হাতে বন্দী দুই ব্রিটিশ ও এক মরোক্কান সেনাকে মৃত্যুদণ্ড
ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভাড়াটে সৈন্য হিসেবে অংশ নেওয়ার অভিযোগে দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন দোনেৎস্কের একটি আদালত। বৃহস্পতিবার ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী–নিয়ন্ত্রিত অঞ্চল দোনেৎস্কের একটি আদালত এ রায় দেন।
আমেরিকান অঞ্চলের সম্মেলনে গণতন্ত্রকে “আমাদের বৈশিষ্ট্য” বলেন জো বাইডেন, আমন্ত্রণ জানাননি “স্বৈরশাসক” দেশগুলোকে
বুধবার আমেরিকান অঞ্চলের শীর্ষ সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন গণতন্ত্রকে পশ্চিম অঞ্চলের “বিশেষ বৈশিষ্ট” বলে আখ্যা দেন। তবে স্বৈরশাসক সরকার অধ্যুষিত দেশগুলোকে আমন্ত্রণ না জানানোর জন্যে বর্জনের স্বীকার হয় এই সম্মেলনটি। মেক্সিকান রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এবং হন্ডুরান রাষ্ট্রপতি জিওমারা কাস্ত্রো সহ বেশ কয়েকজন নেতা শীর্ষ সম্মেলনে যোগদান করেননি। কিউবা, ভেনেজুয়েলা এবং নিকারাগুয়া সহ এই অঞ্চলের সব দেশকে আমন্ত্রণ না দেওয়ার জন্য বাইডেন প্রশাসনকে সমালোচনা করেন এই দুই রাষ্ট্রপ্রধান।
সূত্র: USA Today
২. অর্থনীতি ও ব্যবসা
মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার আশংকায় বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক ও ও.ই.সি.ডি
২০২২ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়েছে বিশ্বব্যাংক। বিগত বছরগুলোর গড়ের চেয়ে অধিক মুদ্রাস্ফীতি এবং গড়ের চেয়ে কম প্রবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যম আয়ের অর্থনীতিতে সম্ভাব্য অস্থিতিশীল পরিণতির সতর্ক করেছে সংস্থাটি।
অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ফলে ও.ই.সি.ডি পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় ৩% কম বৃদ্ধি অনুমান করেছে। ও.ই.সি.ডি সদস্য দেশগুলোর মধ্যে মূল্যস্ফীতির পূর্বাভাস দ্বিগুণ করেছে। সংস্থাটিও বলেন, অর্থনৈতিক মন্দার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র দেশগুলো।
৩. প্রযুক্তি
২০২৪ সালের মধ্যে ইউ এস বি- সি চার্জার ইইউ তে বাধ্যতামূলক, অ্যাপেলের লাইটনিং পোর্টের জন্য বড় ধাক্কা
ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এর এক কমিটি এক চুক্তিতে পৌঁছায়ছে যে ২০২৪ সালের শরতের মধ্যে ইইউতে অ্যাপেলের আইফোন সহ বিক্রিত সকল স্মার্টফোন তারযুক্ত চার্জিংয়ের জন্য ইউ এস বি- সি পোর্ট বাধ্যতামূলক থাকবে। এই আইন অন্য সব ইলেক্ট্রনিক যন্ত্র যেমন ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, হেডফোন, হ্যান্ডহেল্ড ভিডিও গেম কনসোল এবং ই-রিডারের জন্যও প্রযোজ্য। ল্যাপটপের জন্য এ নিয়ম পরে প্রযোজ্য হবে।
সূত্রঃ The Verge
৪. পরিবেশ
স্পেনে দাবানলের কারণে সরানো হয় হাজার হাজার লোক, আহত তিনজন
স্পেনের দাবানলে ৩ হাজারেরও বেশি লোককে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। এর আগে সিয়েরা বারমেজা পর্বতমালার এই এলাকাটি গত সেপ্টেম্বরে ছয় দিনের দাবানলে বিধ্বস্ত হয়।
সূত্রঃ Al Jazeera
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।