Week 29 of 2022 – YPF Around the Globe (Bangla)

সময়সীমা:  ১৬ জুলাই  – ২২ জুলাই , ২০২২              

সম্পাদনায়ঃ Auhana Faruque, G M Sifat Iqbal, এবং Affan Bin Saber

ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক

১. রাজনীতি 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রথমবারের মতো এতোটা বৈচিত্র্য!

এবারের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রার্থীদের মধ্যে নানা দিকে হতে বৈচিত্র্যের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। প্রথম ধাপ পার করা ৮ জনের মধ্যে ৪ ছিলো নারী এবং ৪ জন বিভিন্ন জাতিগোষ্ঠীর পুরুষ।

এরকম এক প্রার্থী তালিকা তৈরি হওয়াতে প্রাক্তন প্রধানমন্ত্রী ক্যামেরন তার লক্ষ্য পূরণ করেন। তিনি তার দলের মাধ্যমে একটি আধুনিক ব্রিটেনের স্বাক্ষর রাখতে চেয়েছেন যেখানে শুধু শ্বেতাঙ্গরা নয়, সকলকেই প্রতিনিধিত্ত্ব করবে।

লেবার পার্টি এক্ষেত্রে বেশ এগিয়ে এসেছে এবং এর প্রমান শুধু এবারের প্রধানমন্ত্রী প্রার্থীর মাঝেই দেখা যায় না, বরং এর আগেও ২০১৯ সালের ইলেকশনে ৪১ জন কৃষ্ণাঙ্গ, এশিয়ান, ও সংখ্যালঘু নৃগোষ্ঠিকে সাংসদ হিসেবে নির্বাচন হওয়ার ক্ষেত্রেও দেখা গেছে।

এটি প্রমান করে যে, ব্রিটিশ তাদের বহু বছরের উপনিবেশবাদী, নির্যাতনকারী মানসিকতা থেকে বের হয়ে আসছে এবং সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব করা দেশ গঠনের প্রচেষ্টা করছে।

সূত্র: বিবিসি

তাইওয়ান প্রণালীতে ফের প্রবেশ মার্কিন নৌবাহিনীর

গত মঙ্গলবার এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী তে প্রবেশ করেছে ।১৮০-কিলোমিটার প্রশস্ত প্রণালীটি তাইওয়ান, একটি গণতান্ত্রিক স্ব-শাসিত দ্বীপকে মূল চীন থেকে পৃথক করেছে ।

যদিও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কখনোই তাইওয়ানকে নিয়ন্ত্রণ করেনি, বেইজিং দ্বীপটির উপর সার্বভৌমত্ব দাবি করে এবং প্রণালীটিকে তার “অভ্যন্তরীণ জলসীমার” অংশ বলে মনে করে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে আন্তর্জাতিক এলাকা হিসেবে দাবি করে।

সূত্র: সিএনএন

২. অর্থনীতি ও ব্যবসা

সঙ্কটের মুখে শ্রীলঙ্কার চা শিল্প

শ্রীলঙ্কার বিখ্যাত চা শিল্প সাম্প্রতিক নজিরহীন অর্থনৈতিক সংকটের কারণে হুমকির মুখে পড়েছে। প্রতি বছর ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করা দ্বীপ রাষ্ট্রটির সবচেয়ে মূল্যবান রপ্তানি পণ্য চা। দেশটির বেশিরভাগ চা ছোট আকারের খামারে চাষ করা হয় ।

কিন্তু সার সংকটের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে খামারগুলো। গত বছর সরকার রাসায়নিক সার ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

এখন প্রশ্ন উঠেছে লঙ্কানদের চা শিল্প কি টিকে থাকবে ?

সূত্র: বিবিসি

৩.  বিজ্ঞান-প্রযুক্তি

হাইব্রিড বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান – আকাশযাত্রার ভবিষ্যৎ?

অভ্যান্তরীন বিমান যোগাযোগের ক্ষেত্রে একটি হাইব্রিড ইলেট্রিক প্যাসেঞ্জার প্লেন বানানোর পরিকল্পনা করছে ব্রিটেনের ফারাডএয়ার কোম্পানী । ১৯ সিটের এই উড়োজাহাজটি অন্যান্যের তুলনায় কম সংখ্যক পার্টস থাকার কথা।ইলেট্রিক ইঞ্জিনের পাশাপাশি এতে গ্যাস ইজ্ঞিনও থাকবে যেটা বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগবে।

এই উড়োজাহাজটি কম খরচে চালনো যাবে ও এতে শব্দ দূষণও কম হবে। এছাড়াও ভাড়াও কম হবে । ফারাডএয়ার বলে যে এর জন্য ছোট রানওয়ে দরকার হবে।

কোম্পানী পরিকল্পনা করছে যে, ২০২৫ সালের মধ্যে এই প্লেনটি আকাশে উড়বে ও ২০২৭ সালের মধ্যে জনগণের ব্যাবহারের জন্য সহজলভ্য হবে। সব ঠিকঠাক থাকলে এই প্রযুক্তিই হবে আকাশ পরিবহনের ভবিষ্যৎ।

সূত্রঃ বিবিসি 

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।

Leave a Comment

Scroll to Top