সময়সীমা: ১৭ সেপ্টেম্বর – ২৩ সেপ্টেম্বর ২০২১
ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক ।
সম্পাদনায়: , Maisha Maliha, Mansib Khan, Mohammad Sifat, Sabyasachi Karmaker, Musarrat Sarwar Chowdhury, এবং Farhan Uddin Ahmed
১. অর্থনীতি ও ব্যবসা
এভারগ্রান্ডঃ চায়নার ঋণ ভিত্তিক চুক্তির উপর কঠিন বিপর্যয়ের আভাস৷
এভারগ্রান্ডের প্রধান সম্পত্তি ইউনিট ঘোষণা করেছে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি বন্ডের সুদ প্রদানের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এই ঘোষনার মাধ্যমে বিচলিত বাজার ব্যবস্থায় কিছুটা স্বস্তি এসেছে। কেননা, ধারণা করা হচ্ছিলো প্রতিষ্ঠানটি কোনো ডিফল্ট বা প্রদেয় অর্থ না প্রদানের সম্ভাবনা বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থায় বড় আঘাত হানতে পারে। হেংডা রিয়েল এস্টেট গ্রুপ একটি বিবৃতিতে জানিয়েছে তাদের ৫.৮% সেপ্টেম্বর ২০২৫ বন্ডের একটি কুপন পেমেন্ট, যা শেনজেনে লেনদেন করা হয়েছিলো , তা ২৩ সেপ্টেম্বর সময়মতো করা হবে। ঘোষনাটি এভারগ্রান্ডের ডলার বন্ড প্রতি সুদসহ পেমেন্ট প্রদানের সময়সীমা বেঁধে দেওয়ার পরে এসে। তবুও, বিনিয়োগকারীরা এবং বিশ্লেষকরা কোম্পানির সমস্যাগুলি দেশের “লেহম্যান মোমেন্ট” হয়ে ওঠার ঝুঁকি ধারণাটিকে বাতিল করে দিচ্ছেন। দিয়েছেন।
সূত্র: The Guardian
২. রাজনীতি
অকাসঃ চীনের বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষে অস্ট্রেলিয়ার বড় বাজি
অকাস চুক্তিতে সাক্ষর করার মাধ্যমে অস্ট্রেলিয়া বৈশ্বিক রাজনীতিতে নিজেদের স্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান করার মাধ্যমে তারা চীন পক্ষকে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে৷
সুত্র: BBC
৩. গুরুত্বপূর্ণ করোনা আপডেট
প্রেসিডেন্ট জো বিডেন ৫০০মিলিয়ন বেশি করোনা ভ্যাক্সিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বছর শেষে দেশগুলোতে ৪০ শতাংশ টিকাদান কর্মসূচি পূরণ না হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিডিসি কোভিডের বুস্টার ডোজ প্রত্যাখ্যান করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ ৬৫ এবং তার উর্ধ্ব বয়সীদের জন্য ফাইজার ভ্যাকসিনের তৃতীয় ডোজের অনুমোদন দিয়েছে। অক্সফোর্ড গবেষণার নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্নয়নশীল বিশ্বে এ পর্যন্ত ২% মানুষ প্রথম ডোজটি পেয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন অতিরিক্ত কোভিড ভ্যাক্সিন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, কোভিড টিকাদান পরিকল্পনা অনুযায়ী টিকার সংখ্যা সীমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ভারত এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতে টিকাদান কর্মসূচি অনেক জোরালোভাবে এগিয়ে চলেছে , তবুও এটি এখনো একটি চিন্তার বিষয় যে যেসব উন্নত দেশগুলোতে এখনো তৃতীয় ডোজ আসেনি এবং যেসব উন্নয়নশীল দেশগুলো এখনো তাদের প্রথম ডোজ পায়নি- তাদের মধ্যকার এই বৈশ্বিক বৈষম্য কীভাবে সমাধান করা যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মের হার আবারও বৃদ্ধি পেয়েছে; আবার চীনের সিচুয়ান ক্লোভার দ্বারা কোভিডের একটি ভ্যাক্সিন আবিষ্কৃত হয়েছে, যা সম্প্রতি ৭৯% ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহ ক্ষতিসমূহের প্রতিষেধক হিসেবে কাজ করছে।
সূত্র: BBC
৪. বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান আবিষ্কৃত বিশ্বের সর্বাধিক বিশুদ্ধ সাদা রং যা দূর করতে পারবে শীতাতপনিয়ন্ত্রক যন্ত্র বা এসিকে
পারদু বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে বিজ্ঞানীরা সৃষ্টি করেছেন বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ সাদা রংয়ের। ধারণা করা হচ্ছে, রংটি এতোটাই সাদা যে এটি এসির প্রয়োজনীয়তাকে হ্রাস এমনকি একবারেই বাতিল করে দিতে পারে৷ কারণ, রংটি যতটা তাপ গ্রহণ করে থাকে তার চেয়ে অধিক নির্গমন করে৷ এই রংয়ের কোনো ঘরে বাইরের তাপমাত্রা থেকে কম তাপমাত্রা থাকে। কেননা, রংটি অতিরিক্ত কোনো তাপ গ্রহণ করে না৷
সূত্র: USA Today
৫. গার্মেন্টস ও কৃষি
শ্রীলঙ্কায় চরম খাদ্য সংকটঃ অনুপযোগী প্রাকৃতিক চাষাবাদ
রাষ্ট্রপতি রাজাপাকসে গত এপ্রিল মাসে রাসায়নিক কৃষি উপকরণসমূহ আমদানি নিষিদ্ধ করে দেন দেশে প্রথম সম্পূর্ণ জৈব উৎপাদনের আশায়। কিন্তু আফসোস, এ ব্যবস্থা গ্রহণের ফলে খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, খাদ্য সংকট ভয়াবহভাবে বেড়েছে এবং এখন চা ও রাবারের মতো রপ্তানি ফসলেরও উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। রাজাপাকসে এজন্য মজুতদারদের দায়ী করেছেন এবং ব্যাপারীদের খুঁজতে সেনাবাহিনীর অভিযান চালিয়েছেন। এটি মনে করিয়ে দেয় ইন্দিরা গান্ধীর ১৯৭০ এর পাইকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘গারিবী হাটাও’ (অর্থাৎ দারিদ্র্য মোচন করো) অভিযানের কথা, যা অত্যন্ত ভয়াবহভাবে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল এবং পরিত্যাগ ঘটাতে বাধ্য করছিল।
সূত্র: Times of India
৬. সমাজ ও শিক্ষা
কাশি কাশিঃ ৭ মিলিয়ন মানুষের অপরিণতবয়সে মৃত্যু ঘটে বিভিন্ন রোগে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কমিয়ে দিয়েছে সর্বোচ্চ নিরাপদ লেভেল।
কপ ২৬ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ সংস্থা ঘোষনা দিয়েছে, বায়ু দূষণ, ধুমপান এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার মতোই ক্ষতিকর। ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড হচ্ছে হৃদরোগ, স্টোক এবং হাপাঁনীর মতো রোগের জন্য প্রধানত দায়ী৷
সূত্র: Al Jazeera
৭. পরিবেশ
দক্ষিণ আফ্রিকায় ৬৩টি বিপন্নগ্রস্ত পেঙ্গুইনের উপর মৌমাছির হামলা
দক্ষিন আফ্রিকায় কেপ টাউনের বাইরে একটি সৈকতে একদল মৌমাছির ঝাঁক ৬৩টি বিপন্নগ্রস্ত আফ্রিকান পেঙ্গুইনকে হত্যা করেছে, যেটিকে পাখি সংরক্ষণবাদীরা অস্বাভাবিক ঘটনা বলে দাবী করেছেন। পোস্ট-মর্টেম রিপোর্ট অনুযায়ী প্রায় সবগুলো পেঙ্গুইনের দেহেই একাধিক মৌমাছির কামড় ছিল। প্রাথমিক গবেষণায় দেখা গিয়েছে যে, মৌমাছির কামড়ের ফলেই তাদের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক সংরক্ষণাগারের (IUCN) রেড লিস্ট অনুযায়ী, এই পেঙ্গুইনগুলো প্রকৃতিগতভাবে সংরক্ষিত আফ্রিকান পেঙ্গুইন কলোনির (স্পেনিস্কাস ডিমারসাস) একটি অংশ ছিল, যা বিপন্নগ্রস্ত বলে বিবেচনা করা হয়। এই এলাকাটি একটি জাতীয় উদ্যান এবং কেপটাউনের এই মৌমাছির প্রজাতিগুলা এই বাস্তুতন্ত্রেরই একটি অংশ৷
সূত্র: Al Jazeera
৮. Expert Opinion
কানাডার কনজারভেটিভ নেতা এরিন ও’টুল জাস্টিন ট্রুডোকে পরাজয়ের জন্য বামপন্থাকে অবলম্বন করেছেন। নতুন এই পরিবর্তন কি টিকবে?”- অ্যান্ডি ব্ল্যাচফোর্ড
এবারের ফেডারেল নির্বাচনী প্রচারাভিযানের এরিন ও’টুলের নিজেকে আরও প্রগতিশীল করে তোলাটা/ প্রগতিশীল হওয়াটা কেন্দ্রীয় ডানপন্থী সংগঠনের ভবিষ্যত নেতাদের জন্য একটি টেস্ট রান হিসেবে কাজ করতে পারে। দলের বিশ্বস্তদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা পছন্দ করবেন কিনা।
সূত্র: Politico
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা করা হয়েছে। ইয়োথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য বা উপস্থাপনার জন্য দায়বদ্ধ নয়।