সময়সীমা: ২৯তম জানুয়ারি – ৪র্থ ফেব্রুয়ারি ২০২২
ইংরেজিতে পড়তে ক্লিক করুন এ লিঙ্ক ।
সম্পাদনায়: Anika Bushra এবং Farhan Uddin Ahmed.
১. রাজনীতি
তুরস্ক-গ্রিস সীমান্তে শীতে জমে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
শীতে জমে তুরস্কে ১২ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। গ্রিস সীমান্তের কাছে এ ঘটনা ঘটেছে। এই বিয়োগান্তক ঘটনার জন্য দুই দেশ একে অপরের ওপর দোষ চাপিয়েছে।
তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিসের সীমান্তে কর্মরতরা তাঁদের ফেরত পাঠিয়েছে। ফলে শীতে জমে তাঁরা মারা গেছেন। তবে গ্রিস এই অভিযোগ অস্বীকার করেছে।
রোহিঙ্গা গণহত্যার বিচার থেকে আপত্তি তুলে নিল মিয়ানমারের ছায়া সরকার
রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার বিচারকার্যের ওপর থেকে আপত্তি তুলে নিয়েছে দেশটির ছায়া সরকার (জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার)। খবর রয়টার্সের।
ইতিপূর্বে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে এ বিচারকাজে প্রাথমিক আপত্তি জানিয়েছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তবে গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে তাঁর সরকার ক্ষমতাচ্যুত হলে পরিস্থিতি বদলে যায়। এখন ছায়া সরকার ওই আপত্তি তুলে নেওয়ার ঘোষণা দিল।
২. অর্থনীতি ও ব্যবসা
যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার রেকর্ড
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ৪০ লাখের বেশি লোক তাঁদের চাকরি ছেড়েছেন। সব মিলিয়ে ২০২১ সালে দেশটিতে মোট ৬ কোটি ৮৯ লাখ কর্মী চাকরি ছেড়েছেন। এর মধ্যে ৪ কোটি ৭৪ লাখ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেন। বাকিদের ছাঁটাই করা হয়েছে।
ভারতের টেলিকম খাতে আবারও গুগলের বিনিয়োগ
গুগলের ঘোষণা অনুযায়ী, এয়ারটেলে ৫ বছরে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল। ৭০ কোটি ডলার বিনিয়োগ করে তারা ভারতীর ১ দশমিক ২৮ শতাংশ অংশীদারি নেবে তারা। প্রতিটি শেয়ার ৭৩৪ রুপি দিয়ে কিনবে তারা। বাকি ৩০ কোটি ডলার বা প্রায় ২ হাজার ২৩৫ কোটি রুপি দিয়ে ক্রেতাদের জন্য নানা রকম সস্তার প্রকল্প আনা, পরিষেবা সম্প্রসারণ, ফাইভ–জি (ভারতীয় ডোমেইন তৈরি) চালুর পুঁজি জোগাবে গুগল। এ ছাড়া সম্ভাবনাময় বাণিজ্যিক চুক্তির জন্য ক্লাউড বা পেমেন্ট পরিষেবার মতো আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত হতে পারে।
এর আগে মুকেশ আম্বানির জিয়োয় ৩৩ হাজার ৭৩৭ কোটি রুপি দিয়ে ৭ দশমিক ৭ শতাংশ অংশীদারি কিনেছে গুগল। তাদের জোট ভারতে সস্তা স্মার্টফোন এনেছে। এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করছে।
৩. বিজ্ঞান ও প্রযুক্তি
১৮ বছরে প্রথম সক্রিয় ব্যবহারকারী কমল ফেসবুকের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ১৮ বছরের ইতিহাসে এই প্রথম ব্যবহারকারীর সংখ্যা কমল ফেসবুকের।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। এর আগের তিন মাসে এই ব্যবহারকারী সংখ্যা ছিল ১৯৩ কোটি।
৪. করোনা সংবাদ
৫৭ দেশে অমিক্রনের অতি সংক্রামক উপধরন: ডব্লিউএইচও
করোনাভাইরাসের অতি সংক্রামক অমিক্রনের একটি উপধরন (বিএ.২) বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অমিক্রনের মূল ধরনের চেয়ে উপধরন ‘বিএ.২’ অনেক বেশি সংক্রামক হতে পারে কিন্তু এর তীব্রতা অপরিবর্তিত রয়েছে ।
সূত্র: প্রথম আলো, Al-Jazeera
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিবেদনের যাবতীয় তথ্য তৃতীয় কোন মাধ্যম থেকে নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইয়ুথ পলিসি ফোরাম (YPF) কোন ভুল তথ্য উপস্থাপনার জন্য দায়বদ্ধ থাকবে না।