মুক্তিযোদ্ধা নূরজাহান বেগম – একাত্তর থেকে একুশে : সুবর্ণ উচ্চারণ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কমপক্ষে এক লাখ ৬২ হাজার নারী ধর্ষণের শিকার হন এবং এক লাখ ৩১ হাজার হিন্দু নারী নিখোঁজ হন৷ অনুমান করা হয়ে থাকে প্রকৃত সংখ্যা আরো বেশি। তবে রাষ্ট্রীয় কিংবা সামাজিক- দুটোর একটি স্বীকৃতিও পায়নি অধিকাংশ নারী, অভিমানে চলে গিয়েছেন লোকচক্ষুর আড়ালে, যেতে বাধ্য হয়েছেন।
একাত্তর থেকে একুশেঃ সুবর্ণ উচ্চারণ সিরিজের অন্যতম আয়োজন আমাদের ইতিহাসের অন্তরালে রয়ে যাওয়া বীরাঙ্গনাদের সংগ্রাম৷ ওয়াইপিএফ স্মরণ করছে সকল বীরাঙ্গনাদের যাদের আত্মত্যাগের ইতিহাস সগৌরবে জড়িয়ে আছে আমাদের মুক্তিগাঁথায়। আজকে স্মরণ করছি মুক্তিযোদ্ধা নূরজাহান বেগমকে।
মুক্তিযুদ্ধ যখন শুরু হয় বাবার আদরের মণি নূরজাহানের বয়স মাত্র ১৫ বছর। যুদ্ধের সাথে সাথে মায়ের বকুনি আর বাবার স্নেহে হেসে খেলে কাটানো নূরজাহানের সোনালী শৈশব ওলটপালট হয়ে যায়। এগ্রাম হতে ওগ্রামে পালিয়ে বেড়াতে থাকেন জীবন ভয়ে।
একবার গ্রামে হানাদারেরা আক্রমণ চালালে গাছে উঠে আশ্রয় নেন তিনি। তার গাছের নিচেই পাশের বাড়ির একজন নারীকে ধর্ষণ করেন পাকিস্তানি সৈন্যরা৷ তারা চলে যাওয়ার পর তাকে পানি খাইয়ে বাঁচিয়ে তোলেন নূরজাহান৷ নিজ চোখে প্রতিবেশীকে সম্ভ্রম হারাতে দেখে কোনোভাবেই আর ঘরে বসে থাকতে চাননি নুরজাহান বেগম। আরো দুজন বান্ধবীকে বোঝালেন, তিনজন একত্রে মনস্থির করলেন যোগ দিবেন যুদ্ধে৷
কিন্তু নয়নের মণি মেয়েকে বাবা কিছুতেই অনুমতি দিবেন না৷ তাতে কি থেমে থাকেন নূরজাহান! গ্রামেরই এক চাচাকে দিয়ে বাবার হয়ে অনুমতিপত্র লিখিয়ে নেন৷ সেই চিঠি নিয়ে হাজির হন বরিশাল জেলার হোসনাবাদের মিজান কমান্ডারের সামনে৷ এবার আর কমান্ডার মানা করতে পারেন না। বর্ডার পাস নিয়ে চলে যান ইন্ডিয়ায়, শুরু হয় ট্রেনিং। পুরো মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদানের কাজ করেছেন নূরজাহান বেগম। কোথায় পাকিস্তানিরা হামলা করবে, কোথায় তাদের অস্ত্র ফেলে রেখেছে এসব খবরাখবর দিতেন মুক্তিযোদ্ধাদের। যখন যেখানে তাকে দরকার হয়েছে, ছুটে গিয়েছেন সাহায্য করতে।
জীবনের কালো অধ্যায় নেমে আসে এই তথ্য সংগ্রহ করার সময়েই। আগরপুরের কমান্ডার নূরু তাকে খবর নেওয়ার জন্য পাঠান বরিশালে। সেখানে খবর সংগ্রহ করার সময়েই শিকারপুরে আটক করেন পাকিস্তানিরা। প্রথমে দৌড়ে পালাতে গিয়েছিলেন, ডান পায়ে গুলি লাগলে পরে থামতে বাধ্য হন। রাইফেল দিয়ে মাথায় বাড়ি দেওয়া হলে জ্ঞান হারিয়ে ফেলেন নূরজাহান৷ জ্ঞান যখন ফিরেছে, নিজেকে আবিষ্কার করেন পাকিস্তানি ক্যাম্পের বন্দী ঘরে, সেখানে তার সঙ্গী আরো ২০-২৫ জন সহযোদ্ধা নারী৷ তিনমাস অমানুষিক শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করে বেঁচে থাকেন নূরজাহান। কতবার কতজনের দ্বারা ধর্ষিত হয়েছেন সেই হিসাব রাখতে পারেননি, চানও না। পরবর্তীতে মুক্তিযোদ্ধারা ক্যাম্প থেকে উদ্ধার করেন তাদের৷

যুদ্ধের পরে বাড়ি ফিরে আসেন, কিছুই আর আগের মতো নেই তখন৷ প্রিয় বাবাকে মেরে ফেলেছে হানাদারেরা। মা কিংবা ভাই, কেউই আর তাকে গ্রহণ করতে রাজি হননা, তিনি নাকি পরিবারের জন্য অসম্মানজনক (!) কোথাও ঠাই না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত নূরজাহান ঢাকায় আসেন, সম্মানের আশায়৷ সে আশায় গুঁড়েবালি হতে বেশিদিন সময় লাগেনা অবশ্য৷ ধর্ষিতাকে সম্মানসহ বাঁচতে দেওয়ার রেওয়াজ আমাদের সমাজে এখনো নেই, তখনো ছিলোনা। নিরুপায় নূরজাহান নিজ পরিচয় লুকিয়ে গৃহপরিচারিকার কাজ নেন এক বাড়িতে৷ বহুকষ্টে একবার বঙ্গবন্ধুর সাথেও দেখা করেন, নিজ পরিস্থিতির কথা খুলে বলেন। বঙ্গবন্ধু আশ্বাস দেন, নূরজাহান আবার আশায় বুক বাঁধেন, এবার হয়তো মিলবে পরিচয়, এবার হয়তো মাথা উঁচু করে বাঁচবেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেই আশাও মিলিয়ে যায় ধুলোর মতো। সম্মান, সে কোন অজানা দেশের সোনার হরিণ, আর পাওয়া হয়না নূরজাহানের!

যুদ্ধ আসে, যুদ্ধ শেষ হয়। কিন্তু আসলেই কি শেষ হয়? মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে শুরু হয় নূরজাহানদের নতুন যুদ্ধ৷ পাকিস্তানি সৈন্য নয়, নিজের দেশের মানুষের অশ্রদ্ধা আর ঘৃণা থেকে বেঁচে থাকার যুদ্ধ। অন্যান্য বীরাঙ্গনাদের মতো পরিবার বা সমাজ থেকে গঞ্জনা ছাড়া আর কিছুই পাননি নূরজাহান।৷ সম্ভ্রমের বিনিময়ে মাথা পেতে কুড়িয়েছেন অবজ্ঞা, অবহেলা আর ঘৃণা৷ জীবনসায়াহ্নে এসে সম্মানের আশা তাই আর করেননা তিনি, একজন সাধারণ মানুষের মতো খুব সাধারণভাবে বাঁচতে চান তিনি।

ক্রিয়েটিভ কৃতজ্ঞতাঃ ওয়াহিব অমিও
কন্টেন্ট : মাশরিফা তারান্নুম।
তথ্যসূত্রঃ
১। বীরাঙ্গনার আত্মকথন- ড. শেখ আবদুস সালাম, শিল্পী বেগম।
২। ১৯৭১ সম্ভ্রম হারানো নারীদের করুণ কাহিনী- সুরমা জাহিদ।

Leave a Comment

Scroll to Top