“নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা,পুরে কি আশা?”
 
পৃথিবীতে ৭০০ কোটি মানুষের বসবাস, যারা কথা বলেন প্রায় সাড়ে ছয় হাজার ভাষায়। প্রতিটি ভাষাই কারো না কারো মাতৃভাষা। হোক বহুল প্রচলিত বা নিতান্তই আঞ্চলিক, প্রতিটি ভাষাই নিজের মাঝে ধারণ করে একটি সংস্কৃতির আবহমান ইতিহাস ও ঐতিহ্যের আখ্যান। কিছু ভাষা সময়ের স্রোতে হয়ে উঠে সার্বজনীন আর কিছু কিছু হারিয়ে যায় ইতিহাসের অতলে লুপ্তপ্রায়। বায়ান্ন, একুশ ও ভাষা আন্দোলনের ইতিহাসের পাতাগুলোয় লেখা আছে আমাদের মাতৃভাষার অধিকার রক্ষার দাবি, নিজেদের মুখের ভাষাগুলোর স্বাধীনতা রক্ষার দাবি। কিন্তু কালের পরিক্রমায় সমাজের নানান পরিবর্তন বিবর্তনের মাঝে, আমাদেরই অবহেলায় গুরুত্ব হারিয়েছে অনেক ভাষা।
 
জানা-অজানা এইসকল ভাষার গল্প নিয়েই সাজানো ইয়ুথ পলিসি ফোরামের ভাষা দিবসের বিশেষ সিরিজ “‘আরও বাক, আরও ভাষা’।
Scroll to Top