বিশ্ব শ্রমিক দিবস: করোনাকালীন শ্রমজীবন
লিখেছেনঃ মাসরেফা তারান্নুম গত বছরের এ সময়টাতে ফিরে তাকালে আমরা কি দেখতে পাই? সদ্য করোনা আক্রান্ত দেশে আমরা যখন লকডাউনের সাথে মানিয়ে নিচ্ছি, সাধ্যমতো নিজেদের বন্দী করেছি সুরক্ষার আবরণে, হাজার হাজার পোশাক শ্রমিক হাটা ময়মনসিংহ থেকে পায়ে ফিরছিলেন ঢাকায়। তাদের উদ্দেশ্য ছিলো- কাজে যোগ দেওয়া৷ কাজ না করলে বেতন আসবে কোথা থেকে- প্রাণঘাতী ভাইরাসের জন্য …